(Source: ECI/ABP News/ABP Majha)
Aadhaar Card: কোন মোবাইল নম্বরে লিঙ্ক রয়েছে আধার, ভুলে গেলে জেনে নিন এইভাবে
UIDAI Update: অনেক আধার কার্ড (Aadhaar Card) হোল্ডারের ক্ষেত্রেই ঘটে এই ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে কোন মোবাইল নম্বরের সঙ্গে কার্ড যুক্ত বা লিঙ্ক রয়েছে তা ভুলে যান কার্ডহোল্ডাররা।
UIDAI Update: অনেক আধার কার্ড (Aadhaar Card) হোল্ডারের ক্ষেত্রেই ঘটে এই ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে কোন মোবাইল নম্বরের সঙ্গে কার্ড যুক্ত বা লিঙ্ক রয়েছে তা ভুলে যান কার্ডহোল্ডাররা। সেই ক্ষেত্রে একাধিক মোবাইল নম্বর নিয়ে সমস্যায় পড়তে হয় তাঁদের। আধার কার্ড হোল্ডারদের এই সমস্যার সমাধানে এবার নতুন সুবিধা দিচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)
Aadhaar Card Update: কোন ইমেল বা মোবাইল নম্বর নিঙ্ক রয়েছে আধারে ?
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)নাগরিকদের জন্য তাদের মোবাইল নম্বর ও ইমেল ঠিকানাগুলির মধ্যে কোনটি তাদের আধারের সাথে যুক্ত করা হয়েছে তা নিশ্চিত বা যাচাই করার সুবিধা দিচ্ছে৷
ইউআইডিএআই লক্ষ্য করেছে , কিছু ক্ষেত্রে বাসিন্দারা তাদের কোন মোবাইল নম্বর আধারের সঙ্গে লিঙ্ক রয়েছে, তা বুঝতে পারেন না। সম্প্রতি এই নিয়ে প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ওয়েবসাইটে একটি প্রেস রিলিজ প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আধারের ওটিপি কোন মোবাইল নম্বরে আসবে তা নিশ্চিত করতে পারেন না কার্ড হোল্ডাররা।
UIDAI Update: কীভাবে ইমেল/মোবাইল নম্বর যাচাই করবেন
অফিসিয়াল ওয়েবসাইটে যান (https://myaadhaar.uidai.gov.in/), 'ভেরিফাই ইমেল/মোবাইল নম্বর' বৈশিষ্ট্যের অধীনে বা mAadhaar অ্যাপের মাধ্যমে পরিষেবাটি পেয়ে যাবেন।
এখানে আপনার আধার মোবাইল নম্বর ও ক্যাপচা কোড লিখুন ও Send OTP-এ ক্লিক করুন। এরপরই আদার কার্ড হোল্ডার বুঝতে পারে তার কোন ইমেল বা সেলফোন নম্বরটি আধারের সাথে যুক্ত। অতিরিক্তভাবে, এই পদ্ধতি গ্রাহকের আধারের সঙ্গে যদি মোবাইল নম্বর যুক্ত নাও থাকে তা জানিয়ে দেয়।
মোবাইল নম্বরের চূড়ান্ত তিনটি সংখ্যা MyAadhaar পোর্টাল বা mAadhaar অ্যাপে ভেরিফাই আধার বৈশিষ্ট্য ব্যবহার করে চেক করা যেতে পারে। যদি কোনও ব্যক্তি নথিভুক্তির সময় তাদের দেওয়া মোবাইল নম্বরটি স্মরণ করতে না পারেন তাহলেই করবেন এই কাজ।
আরও পড়ুন : Spam Calls Blocking: বিরক্ত করছে 'স্প্যাম কল' ! সমস্যার সমাধানে ৭ পরিকল্পনা করছে সরকার