NTPC Green Energy IPO: আগামী সপ্তাহেই আসছে এনটিপিসির এই আইপিও, প্রাইসব্যান্ড কত থাকছে ?
Upcoming IPO: এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে। এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ১০২ টাকা থেকে ১০৯ টাকার মধ্যে। এই আইপিওতে কোনো অফার ফর সেলের সুযোগ থাকছে না।
Upcoming IPO: আগামী সপ্তাহেই বাজারে আসছে এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও, আর এর আগেই আইপিওর প্রাইসব্যান্ড ঘোষণা করল সংস্থা। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই আইপিওর প্রাইসব্যান্ড থাকবে ১০২ টাকা থেকে ১০৯ টাকার মধ্যে। আর এই সংস্থার আইপিওর (Upcoming IPO) প্রতিটি শেয়ারের ফেসভ্যালু থাকবে ১০ টাকা। আগামী সপ্তাহে ১৯ নভেম্বর বাজারে আসবে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার আইপিও (NTPC Green Energy IPO)। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এই আইপিওতে করা যাবে আবেদন। বাজার থেকে আইপিওর মাধ্যমে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করতে চাইছে এনটিপিসি গ্রিন এনার্জি সংস্থা।
প্রাইসব্যান্ড কত থাকছে এই আইপিওর
এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও আগামী সপ্তাহেই বাজারে আসতে চলেছে। এই আইপিওর প্রাইসব্যান্ড রাখা হয়েছে ১০২ টাকা থেকে ১০৯ টাকার মধ্যে। এই আইপিওতে কোনো অফার ফর সেলের সুযোগ থাকছে না। এই আইপিওতে অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বিডিং চালু হবে আগামী ১৮ নভেম্বর থেকে। সংস্থার কর্মীদের জন্য ২০০ কোটি টাকার শেয়ার সংরক্ষিত রাখা থাকবে। আর অন্যদিকে এনটিপিসির শেয়ারহোল্ডারদের জন্য ১ হাজার কোটি টাকার শেয়ার সংরক্ষিত থাকবে এই আইপিওতে।
সংস্থার কর্মীদের জন্য প্রতি শেয়ারে ৫ টাকা ছাড়
এনটিপিসি গ্রিন এনার্জির আইপিওর একটি লটে থাকছে ১৩৮টি শেয়ার, যার জন্য বিনিয়োগকারীদের দিতে হবে ১৪,৯০৪ টাকা। একজন বিনিয়োগকারী সর্বোচ্চ ১৩টি লট কিনতে পারেন এই আইপিওতে। সংস্থার কর্মীদের জন্য ২০০ কোটি টাকার শেয়ার সংরক্ষিত রাখা হবে। আর কর্মীদের জন্য প্রতি শেয়ারে ৫ টাকা ছাড় দেওয়া হবে বলে জানিয়েছে সংস্থা। আর অন্যদিকে এনটিপিসির শেয়ারহোল্ডারদের জন্য বরাদ্দ থাকবে ১ হাজার কোটি টাকা।
২৭ নভেম্বর তালিকাভুক্ত হবে শেয়ার
এই আইপিওর অ্যালটমেন্ট দেওয়া হবে আগামী ২৫ নভেম্বর। ২৬ নভেম্বর বিনিয়োগকারীদের রিফান্ড মিলবে এবং ঐদিনই সফল বিনিয়োগকারীদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার ক্রেডিট হয়ে যাবে বলে জানা গিয়েছে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন; Elcid Investment : ৩ টাকা থেকে ৩ লাখ ৩০ হাজারে, আজ প্রথমবারেই ৫ শতাংশ পড়ল এই স্টক, কী এমন হল ?