OLA EV : এক মাসের স্কুটারের সার্ভিস চার্জ ৯০ হাজার টাকা ! রাগে ওলা ইভি ভাঙলেন মালিক, ভাইরাল ভিডিয়ো
Electric Scooter: কোম্পানির শোরুমের সামনে তার গাড়িটি ভাঙলেন তিনি। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)।
Electric Scooter: নতুন ওলা ইভি (OLA Elecric Scooter) কেনার এক মাসের মধ্যেই সার্ভিস চার্জ বাবদ চাওয়া হল 90,000 টাকা। রাগে বিল দেওয়ার পরে ওলা ইলেকট্রিক স্কুটার (Elecric Scooter) ভাঙলেন ইভির মালিক। কোম্পানির শোরুমের সামনে তার গাড়িটি ভাঙলেন তিনি। এই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে এই ভিডিও (Viral Video)।
ভাইরাল ভিডিয়ো নিয়ে শোরগোল
ভাইরাল হওয়ার পর অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিও নিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও পোস্ট করার সময় কমেডিয়ান কুনাল কামরাকে ট্যাগ করেছেন।
কী দেখা যাচ্ছ ভিডিয়োতে
ওই ভিডিওতে একজন ব্যক্তিকে তার নেভি ব্লু রঙের ওলা ইলেকট্রিক স্কুটারটি হাতুড়ি দিয়ে ভাঙতে দেখা যাচ্ছে। যে ব্যক্তি ওই ভিডিওটি করেছেন, তার দাবি- ওলা ইলেক্ট্রিকের মালিক তার এক মাস পুরোনো স্কুটারের পরিষেবা দেওয়ার জন্য 90,000 টাকা নেওয়ার পরে তার গাড়ি ভাঙতে শুরু করেন। এই ভিডিওটি ইন্টারনেটে প্রচুর শেয়ার হচ্ছে। এই ভিডিওর পরে ওলা ইলেকট্রিক গ্রাহকদের পরিষেবা চার্জ নিয়ে আলোচনা করা উচিত। তবে এই বিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া
একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিওটিকে ভুয়ো বলে অভিহিত করে লিখেছেন, "আমি এটা বিশ্বাস করি না। এই ভিডিওর বদলে 90,000 টাকার বিল সহ স্লিপ দেখান! বেকার পেনশনভোগী কামরা ওলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন।"কমেডিয়ান কুনাল কামরা ওলা ইলেকট্রিক এবং এর সিইও ভবিশ আগরওয়ালের দুর্বল সেলসের পরে তাদের পরিষেবার জন্য প্রকাশ্যে সমালোচনা করার পরে ভিডিওটি ভাইরাল হয়েছিল।
ওলা ইলেকট্রিক মোবিলিটি (Ola Electric) সংস্থায় এবার কর্মী ছাঁটাই হতে চলেছে। এই সংস্থা চাইছে খরচ কমাতে যাতে তারা মার্জিন বাড়াতে পারে, এবং এর সঙ্গে সংস্থাকে একটি লাভজনক সংস্থায় (Layoff News) পরিণত করতে পারে। ওলা ইলেকট্রিক সংস্থা তাদের আভ্যন্তরীণ পুনর্গঠন প্রক্রিয়া শুরু করেছে। আর এই কারণেই কাজ হারাতে পারেন এই সংস্থার ৫০০ কর্মী।
সংবাদসংস্থার মাধ্যমে জানা গিয়েছে, ভবীশ আগরওয়ালের সংস্থা ওলা ইলেকট্রিক পুনর্গঠন প্রক্রিয়া শুরু করতে চলেছে। আর সংস্থার এই সিদ্ধান্তের কারণে বিভিন্ন পদে কর্মরত মোট ৫০০ কর্মী কাজ হারাবেন খুব তাড়াতাড়ি। সংস্থার সূত্রে জানা গিয়েছে যে মার্জিন বাড়ানো এবং মুনাফা অর্জনের জন্য কর্মী ছাঁটাই করতে চলেছে ওলা ইলেকট্রিক মোবিলিটি।
Mahindra Thar Roxx : যাত্রী সুরক্ষায় ৫ স্টার রেটিং, এবার থার রক্স পেল 'সেফেস্ট তকমা'