Ola Electric: তথ্য চুরি করেছে সংস্থা ! আইপিও আসার আগে বড় অভিযোগের মুখে ওলা ইলেকট্রিক
Ola Electric Data Copying Allegation: ম্যাপস মাই ইন্ডিয়ার প্যারেন্ট সংস্থা সিই ইনফো সিস্টেমস দাবি করেছে যে ওলা ইলেকট্রিক একটি ম্যাপ পরিষেবা এনেছে ভারতে যা কিনা তাদের থেকে তথ্য চুরি করে তৈরি করা হয়েছে।
MapMyIndia: আগামীকাল থেকেই অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য খুলে যাবে ওলা ইলেকট্রিকের আইপিও আর তাঁর আগেই ওলাকে (Ola Electric) আইনি নোটিশ পাঠাল এই সংস্থা। তথ্য চুরির অভিযোগ উঠল ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে। গুগল ম্যাপের সঙ্গে পার্টনারশিপ ভাঙার পরেই বড়সড় অভিযোগে মুখে ওলা ইলেকট্রিক। ম্যাপস মাই ইন্ডিয়া (MapMyIndia) নামে একটি সংস্থা অভিযোগ জানিয়েছে যে ম্যাপের তথ্য চুরি করেছে ওলা ইলেকট্রিক। এই সংস্থা ওলাকে একটি আইনি নোটিশও পাঠিয়েছে। ২০২১ সালে করা চুক্তি লঙ্ঘন করেছে ওলা ইলেকট্রিক, এই দাবিই করেছে ম্যাপস মাই ইন্ডিয়া। তাদের মতে, ওলা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাদের পরিষেবা শুরু করেছে।
তথ্য চুরির অভিযোগ এনেছে ম্যাপ মাই ইন্ডিয়া
ফোর্বস ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, ম্যাপ মাই ইন্ডিয়ার প্যারেন্ট সংস্থা সিই ইনফো সিস্টেমস দাবি করেছে যে ওলা ইলেকট্রিক (Ola Electric) একটি ম্যাপ পরিষেবা এনেছে ভারতে যা কিনা তাদের থেকে তথ্য চুরি করে তৈরি করা হয়েছে। এর আগে ২০২২ সালে ম্যাপস মাই ইন্ডিয়ার সঙ্গে চুক্তি করে ওলার এস ওয়ান প্রো স্কুটারের জন্য ম্যাপ পরিষেবা আনার কথা ছিল ওলা ইলেকট্রিকের। ওলা ইলেকট্রিকের বিরুদ্ধে অভিযোগ যে তিনি এই লাইসেন্স চুক্তি বাতিল করেছেন। এই চুক্তির অধীনে ওলা ইলেকট্রিক কখনই একই ধরনের পণ্য বাজারে আনতে পারবে না।
ওলা ম্যাপস তৈরিতে চুক্তি ভঙ্গ হয়েছে
আইনি নোটিশ জারি করে সিই ইনফো সিস্টেম জানিয়েছে যে, ওলা তাদের API ও SDK ব্যবহার করে তৈরি করেছে ওলা ম্যাপস। আর্থিক লাভের জন্য অসদুপায় অবলম্বন করেছে ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা নিজেরাই এই ওলা ম্যাপের API বানিয়েছে, ওপেন ম্যাপের সাহায্যে তারা এই ওলা ম্যাপ তৈরি করেছে। তবে ওলার এই দাবিকে নস্যাৎ করেছে সিই ইনফো সিস্টেমস। এই কাজের মাধ্যমে ওলা তাদের কপিরাইট লঙ্ঘন করেছে, সংস্থার সঙ্গে চুক্তির বিধিও লঙ্ঘন করেছে।
এর আগের মাসেই ওলা ইলেকট্রিক (Ola Electric) গুগল ম্যাপের সঙ্গে পার্টনারশিপ ছিন্ন করেছে এবং ভবীশ আগরওয়াল জানিয়েছেন এর মাধ্যমে সংস্থা বছরে তাদের ১০০ কোটি টাকা বাঁচাতে পারবে। আগামী ২ অগস্ট থেকে সাধারণের জন্য খুলে যাচ্ছে ওলা আইপিও। তবে তার আগেই বড় অভিযোগের মুখে ওলা ইলেকট্রিক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tesla Plant: কোথায় তৈরি হবে টেসলার কারখানা ? তালিকায় শীর্ষে এই ৩ রাজ্যের নাম