OLA Layoffs: ওলাতে বড় খবর ! ১০ শতাংশ ছাঁটাই, পদত্যাগ করেছেন সিইও
Layoffs: কোম্পানি তার 10 শতাংশ কর্মী ছাঁটাই (OLA Layoffs) করবে বলে শোনা যাচ্ছে। এই ছাঁটাই পর্বে পদত্যাগ করেছেন ওলা ক্যাবসের সিইও হেমন্ত বক্সি। কাদের চাকরি যাবে ?
Layoffs: কর্মীদের জন্য খারাপ খবর শোনাতে পারে Ola । কোম্পানি তার 10 শতাংশ কর্মী ছাঁটাই (OLA Layoffs) করবে বলে শোনা যাচ্ছে। এই ছাঁটাই পর্বে পদত্যাগ করেছেন ওলা ক্যাবসের সিইও হেমন্ত বক্সি। কাদের চাকরি যাবে ?
চার মাসের মাথায় পদত্যাগ করলেন ওলা ক্যাবসের সিইও
2024 সালের জানুয়ারিতে কোম্পানিতে যোগ দিয়েছিলেন ওলা ক্যাবসের সিইও। মনে করা হচ্ছে, ওলায় পুনর্গঠনের কারণে এই ছাঁটাই চলতে পারে। মানি কন্ট্রোল জানিয়েছে, ওলায় বড় ছাঁটাই হতে চলেছে। এতে অন্তত ১০ শতাংশ কর্মী কমবে কোম্পানিতে। হেমন্ত বক্সি চলে যাওয়ার পর অনেক বড় কর্মকর্তার চাকরি যেতে পারে। হেমন্ত বক্সিকেও মাত্র চার মাসের মাথায় পদ ছাড়তে হয়েছে। রিপোর্টে এটাও দাবি করা হয়েছে, শিগগিরই তার জায়গায় নতুন সিইও ঘোষণা করা হতে পারে।
কোম্পানির ভিতরে কী চলছে
গত কয়েকদিন ধরে ওলা ক্যাব-এ ব্যাপক শোরগোল চলছে। আইপিও চালু করতে কোম্পানি অনেক ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করছে। এছাড়াও, ওলা ক্যাবসে অনেক নতুন লোক যুক্ত হয়েছে। এর মধ্যে কার্তিক গুপ্ত এবং সিদ্ধার্থ শাকধর সিএফও পদে কোম্পানির নতুন সিবিও হয়েছেন। এর বাইরে ওলা ক্যাবস তাদের আন্তর্জাতিক ব্যবসাও বন্ধ করে দিয়েছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে আন্তর্জাতিক ব্যবসা বন্ধ করার সময় সংস্থা বলেছিল, তারা ভারতে ফোকাস রাখতে চলেছে। সংস্থা জানিয়েছে, তারা 100 কোটিরও বেশি ভারতীয়কে তাদের পরিষেবা দিতে চায়।
২০২৩ অর্থবর্ষে রাজস্ব দাঁড়িয়েছে ২১৩৫ কোটি টাকা
2023 সালের অর্থবর্ষে ওলা মোবিলিটি ব্যবসার আয় ছিল 2,135 কোটি টাকা। আগের অর্থবছরের তুলনায় এতে প্রায় ৫৮ শতাংশ লাফ দিয়েছে। 2023 অর্থবছরে কোম্পানির EBITDA ছিল 250 কোটি টাকা। এক বছর আগে 2022 অর্থবছরে EBITDA লোকসান ছিল 66 কোটি টাকা।
সম্প্রতি ভারতের কারখানা গড়ার আবহেই এবার টেসলা থেকে এল খারাপ খবর। শীঘ্রই বহু কর্মী ছাঁটাই হবে সংস্থায়। সম্প্রতি এরকমই একটি অভ্যন্তরীণ ছাঁটাই মেলে লে-অফের কথা ঘোষণা করেছে কোম্পানি।
ইমেলে কী বলেছে কে্াম্পানি
কোম্পানি ইন্টারনাল ইমেলে তার বিশ্বব্যাপী কর্মশক্তির ১০ শতাংশের বেশি ছাঁটাই করবে বলে জানিয়েছে। সূত্রের খবর, গত কয়েক মাস ধরে এই বিষয়ে কোম্পানির মধ্যে কথাবার্তা চলছিল। ছাঁটাই দেখে মনে হচ্ছে, হয়তো এক রাউন্ড ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে সংস্থা। শোনা যাচ্ছে, টেসলা পরিচালকমণ্ডলীর সদস্য়দের দলের সদস্যদের রিভিউ অ্যাপ্রাইজাল বন্ধ রাখতে বলেছিলেন। এরফলে কিছু কর্মচারীর বার্ষিক রিভিউ বাতিল করে স্টক রিওয়ার্ড বন্ধ করা হয়েছে।