Layoff: প্রথমে কাজ হারান ৩০০০ কর্মী, এবার আরও ছাঁটাইয়ের ঘোষণা এই সংস্থার ! সঙ্কট বাড়ছে কর্মীদের
Oracle Layoff: ছাঁটাই করা কর্মীদের কাছে পাঠানো মেলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে কার্যক্রমকে সহজ করতে আর বদলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Oracle Layoff: ওরাকল সম্প্রতি বিশ্বব্যাপী প্রায় ৩০০০ কর্মী ছাঁটাই করেছে। এর মূল কারণ হিসেবে বলা হচ্ছে সংস্থার সক্ষমতা (Oracle Layoff) বাড়ানো এবং প্রতিষ্ঠানের পুনর্গঠনের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর নির্ভরতা বেড়ে গিয়েছে সংস্থার। আরও (Layoff) বাড়বে নির্ভরতা। ভারতে এই ওরাকল সংস্থার প্রায় ৩০ হাজার কর্মী রয়েছে। ২০২৪ অর্থবর্ষে এই সংস্থার রাজস্ব ২০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০,৪৫৯ কোটি টাকায় পৌঁছেছে।
কিন্তু ওরাকল এখন ভারতেও কর্মী ছাঁটাইয়ের কথা জানিয়েছে এবং কর্মী ছাঁটাই শুরু করেছে। গত সপ্তাহে বিশ্বব্যাপী পুনর্গঠনের অংশ হিসেবে ১০০ জনেরও বেশি কর্মচারীকে তাদের চাকরি ছেড়ে দিতে বলা হয়েছে।
কেন করা হচ্ছে ছাঁটাই
ছাঁটাই করা কর্মীদের কাছে পাঠানো মেলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে এই পদক্ষেপটি সাংগাঠনিক বদলের একটি বড় অংশ। চিঠিতে আরও বলা হয়েছে যে কার্যক্রমকে সহজ করতে আর বদলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ তারা যে পদে ছিলেন কর্মরত, সেখানে আর তাদের প্রয়োজন নেই।
ছাঁটাই এবং কর্মীদের প্রতিক্রিয়া
সংস্থার তরফে ক্ষতিগ্রস্ত কর্মীদের প্রতি পূর্ণ বছরের চাকরির জন্য ১৫ দিনের বেতন আলাদা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ কেউ যদি ৫ বছর কাজ করে থাকেন তাহলে তাঁকে সংস্থার তরফে ২.৫ মাসের বেতন দেওয়া হবে। এর পাশাপাশি এক বছরের জন্য চিকিৎসা বিমা কভারও দিয়ে থাকবে সংস্থা। ওরাকল সংস্থায় ১৫ থেকে ২০ বছর ধরে কাজ করা সিনিয়র কর্মীরাও এই ছাঁটাইয়ের ফলে প্রভাবিত হবেন। অনেকেই এই প্রক্রিয়াকে আকস্মিক ও মর্মান্তিক বলে বর্ণনা করেছেন।
প্রতিবেদন অনুসারে বরখাস্ত হওয়া কর্মীরা বলছেন যে প্রযুক্তিগত পরিবর্তনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহারের ফলে খরচ কমাতে সংস্থার তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একজন কর্মী জানিয়েছেন যে, ‘২০ মিনিটেরও কম সময়ের মধ্যে সব কিছু শেষ হয়ে গেল, জুম কলে থাকা ম্যানেজার আর এইচআর আমাকে জানালেন যে পারফরম্যান্সের কারণে আমাকে ছাঁটাই করা হয়নি, বরং সম্পূর্ণ ব্যবসায়িক কারণে সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
কিছুদিন আগেই দেশের অন্যতম বৃহত্তম আইটি সংস্থা টিসিএসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে শোরগোল শুরু গিয়েছিল। তথ্য প্রযুক্তি ইউনিয়নের বক্তব্য ছিল যে সব মিলিয়ে ৩০ হাজার কর্মী ছাঁটাই করা হবে। যদিও এই বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি সংস্থা।






















