Pan Card Scam: প্যান কার্ডে নতুন প্রতারণা ! এই ফাঁদে পা দিচ্ছেন ?
Cyber Fraud: সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার (Finance Scam) বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)।
Cyber Fraud: বিনামূল্যে ই-প্যান কার্ড ডাউনলোডের (Free e-Pan Card Download) কথা শুনেই ক্লিক করলে সমস্যা বাড়বে। আপনার সঙ্গে হতে পারে বড় আর্থিক প্রতারণা। সম্প্রতি এই ধরনের আর্থিক প্রতারণার (Finance Scam) বিষয়ে সতর্ক করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো(PIB)।
স্ক্যামাররা তৈরি করেছে নতুন ফাঁদ
এবার প্যান কার্ডের সঙ্গে নতুন জালিয়াতি জুড়ে দিয়েছে প্রতারকরা। যেখানে ইমেলের মাধ্যমে সরকারি আধিকারিকদের নাম করে "ই-প্যান কার্ড বিনামূল্যে ডাউনলোডের প্রস্তাব দিচ্ছে জালিয়াতরা। সম্প্রতি প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) ফ্যাক্ট এই বিষয়ে চেক করেছে। এই ইমেলটিকে জাল হিসাবে চিহ্নিত করেছে পিআইবি। সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম X -এ এই বিষয়ে দেশবাসীকে সতর্ক করেছে PIB।
Free e-Pan Card Download Scam: কীভাবে ফাঁদ পাতা থাকে এখানে
স্ক্যামাররা বিনামূল্যে "ই-প্যান কার্ড অনলাইনে ডাউনলোডের টোপ দেয় এখানে। যাতে কার্ড ডাউনলোড করার জন্য কিছু ধাপের কথাও বলা হয়। আসলে এই ইমেলগুলির মধ্য়েই লুকিয়ে থাকে একটি ফিশিং লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে নকল ওয়েবপেজে রিডিরেক্ট করা হয়। যাতে আপনার তাদের ব্যক্তিগত বিবরণ জমা দিতে বলে স্ক্যামাররা। তাই যারা এই ফাঁদে পা দেন, তাদের সব গোপন তথ্য় চলে যায় জালিয়াতদের হাতে।
কীভাবে এই প্রতারণা থেকে রক্ষা পাবেন
১ এই ধরনের মেলের উত্তর দেবেন না। সন্দেহজনক ইমেল দেখলে ক্লিক করবেন না।
২ মেলে কোনও লিঙ্ক দেওয়া থাকলে খুলবেন না। এতে ম্যালওয়্যার থাকতে পারে।
৩ লিঙ্কগুলিতে ক্লিক করলে তা আপনাকে প্রতারণামূলক সাইটগুলিতে নিয়ে যাবে। আপনি যদি ইতিমধ্যেই ক্লিক করে থাকেন, তাহলে গোপন তথ্য দেবেন না।
Free e-Pan Card Download Scam: প্রতিরক্ষামূলক ব্যবস্থা:
আপনার ডিভাইসগুলিকে সুরক্ষিত রাখতে আপডেট করা অ্যান্টিভাইরাস সফ্টওয়্যার, স্পাইওয়্যার সরঞ্জাম এবং ফায়ারওয়াল ব্যবহার করুন৷ অবাঞ্ছিত ইমেল থেকে সতর্ক থাকুন, কারণ সেগুলি আপনার ডিভাইসে গেলে আপনার কার্যকলাপগুলি ট্র্যাক করতে পারবে। আপনি যদি একটি প্রতারণামূলক ইমেল বা ওয়েবসাইটের সম্মুখীন হন তাহলে
ইমেল বা ওয়েবসাইটের URLটি webmanager@incometax.gov.in-এ ফরোয়ার্ড করুন। ঘটনা@cert-in.org.in-এ একটি কপি পাঠান।
সম্প্রতি বঙ্গে শুরু হয়েছে নতুন প্রতারণাচক্র। 'পার্সেল প্রতারণা' থেকে সাবধান না হলে প্রচুর আর্থিক ক্ষতি হতে পারে আপনার। যা নিয়ে রাজ্য়বাসীকে সতর্ক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। তাই এই ধরনের ফোন এলে সাবধান !