Paytm Share: এক বছরে দিয়েছে ১২২ শতাংশ রিটার্ন ! লোকসান ভুলে এই প্রথম মুনাফা গড়ল সংস্থা; খবর পেতেই আরও বাড়ছে শেয়ারের দাম
Paytm Share: সংস্থার অপারেশনাল রেভিনিউ ইয়ার অন ইয়ার ভিত্তিতে ২৮ শতাংশ বেড়ে ১৫০২ কোটি টাকা থেকে হয়েছে ১৯১৭ কোটি টাকা।

Paytm Share Price Today: পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারের দাম আজ সকালেই ৩.৫ শতাংশ লাফ দিয়েছে। বুধবার এই সংস্থার শেয়ারের দাম বম্বে স্টক এক্সচেঞ্জে ৫২ সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। সম্প্রতি ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ পেয়েছে সংস্থার আর এই ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে লোকসানের খাতা বন্ধ করে এই প্রথম বিপুল মুনাফা অর্জন করেছে সংস্থা। এই ত্রৈমাসিকেই গত বছর পেটিএম সংস্থা ৮৩৯ কোটি টাকা লোকসান করেছিল, সেখানে এই বছর একই ত্রৈমাসিকে সংস্থার মুনাফা হয়েছে ১২২.৫ কোটি টাকা।
সংস্থার অপারেশনাল রেভিনিউ ইয়ার অন ইয়ার ভিত্তিতে ২৮ শতাংশ বেড়ে ১৫০২ কোটি টাকা থেকে হয়েছে ১৯১৭ কোটি টাকা। সিকোয়েন্সিয়াল গ্রোথও যথাযথ রয়েছে এই ত্রৈমাসিকে, ০.৩০ শতাংশ বেড়ে ৫৪০ কোটি টাকার লোকসান থেকে হয়েছে ১৯১১ কোটি টাকার মুনাফা। আর এই ২৮ শতাংশ রেভিনিউ বাড়ার মূল কারণ রয়েছে সাবস্ক্রিপশন ভিত্তিক মার্চেন্ট বৃদ্ধি, গ্রস মার্চেন্ডাইস ভ্যালু বৃদ্ধি এবং ফিনান্সিয়াল সার্ভিস ডিস্ট্রিবিউশনে রেভিনিউ বৃদ্ধি।
অন্যদিকে পেটিএমের কনট্রিবিউশন প্রফিট ইয়ার অন ইয়ার ভিত্তিতে ৫২ শতাংশ বেড়ে হয়েছে ১১৫১ কোটি টাকা। কন্ট্রিবিউশন মার্জিন দাঁড়িয়েছে ৬০ শতাংশে। জুন ২০২৫ পর্যন্ত পাওয়া হিসেব অনুসারে পেটিএমের কাছে ১.৩ কোটি সাবস্ক্রিপশুন মার্চেন্ট ছিল। সংস্থার এই সংখ্যাকে ১০ কোটিতে নিয়ে যেতে চাইছে আর এর মধ্যে ৪০-৫০ শতাংশ সাবস্ক্রাইব করতে পারে বলে ধারণা সংস্থার। অর্থাৎ পেটিএমের কাছে ইতিমধ্যেই ব্যবসার রেভিনিউ মডেল তৈরি রয়েছে, যা এই সংস্থার আগামী দিনের সমৃদ্ধিতে সহায়ক হবে। ফলে বিনিয়োগকারীরা ভরসা রাখছেন এই সংস্থার শেয়ারে।
তবে গত এক বছরে পেটিএমের শেয়ারের দাম ১২২ শতাংশ বেড়েছে। দারুণ মুনাফা দিয়েছে বিনিয়োগকারীদের। কিন্তু এরপরেও পেটিএমের আইপিওর দামের থেকে এই শেয়ার এখনও ৫৩ শতাংশ নিচে ট্রেড করছে। ফলে এই শেয়ারে আরও উচ্চ স্তর দেখা যেতে পারে বলে মনে করছেন অনেকেই।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


















