Paytm Share Price: ৩ মাসেই ১০০ শতাংশ রিটার্ন ! মাল্টিব্যাগারের তালিকায় নাম পেটিএমের
Paytm Share Multibagger: শুক্রবার ট্রেডিং সেশন চলাকালীন পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারে বিপুল উত্থান-পতন দেখা যায়। ৫৪৩ টাকা থেকে ৬৩১ টাকার মধ্যে ঘোরা ফেরা করতে থাকে এই শেয়ার।
Multibagger Stock: ফিনটেক কোম্পানি পেটিএমের শেয়ারের দাম যে হারে নিচে নেমে গিয়েছিল, সেই নিম্নস্তর থেকে আবার বাড়তে দেখা গিয়েছে। শুধু বাড়ছে বললে ভুল হবে মাল্টিব্যাগারে পরিণত হয়েছে এই শেয়ার। শুক্রবারে সপ্তাহের শেষ ট্রেডিং দিনে পেটিএমের শেয়ার (Paytm Share Price) একলাফে ১৩.৮৬ শতাংশ বেড়ে ৬৩১.৩০ টাকার স্তরে (Multibagger Stock) পৌঁছে যায়। ৯ মে তারিখে এই পেটিএমের শেয়ারই নেমে এসেছিল ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তর ৩১০ টাকায়। সেখান থেকে ৩ মাসের মধ্যে ১০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই পেটিএমের স্টক।
মে মাস থেকে ১০৩ শতাংশ রিটার্ন এসেছে এই স্টকে
শুক্রবার ট্রেডিং সেশন চলাকালীন পেটিএমের প্যারেন্ট সংস্থা ওয়ান ৯৭ কমিউনিকেশনের শেয়ারে বিপুল উত্থান-পতন দেখা যায়। ৫৪৩ টাকা থেকে ৬৩১ টাকার মধ্যে ঘোরা ফেরা করতে থাকে এই শেয়ার। মে মাস থেকে ধরলে ৩ মাসের মধ্যে ১০৩ শতাংশ রিটার্ন দিয়েছে এই শেয়ার। সম্প্রতি পেটিএম তাদের ইভেন্ট ও সিনেমার টিকিট ব্যবসা জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে। ২০৪৮ কোটি টাকায় সেই চুক্তি করা হয়। আর সেই কারণে বিনিয়োগকারীদের মনোভাব এখন পেটিএমকে ঘিরে বেশ পজিটিভ বলা চলে।
জোমাটোর কাছে বিক্রি করে দিয়েছে এই ব্যবসা
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্টস ব্যাঙ্ককে নিষিদ্ধ ঘোষণা করার পরেই বিপুল সঙ্কটের মধ্য দিয়ে গিয়েছে পেটিএম সংস্থা। এখন জোমাটোর সঙ্গে এই চুক্তি হওয়ার পরে পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা জানিয়েছেন পেটিএম এবার থেকে কোর ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গেই যুক্ত থাকবে। একইসঙ্গে তিনি এও জানিয়েছেন যে পেটিএম পেমেন্টস সার্ভিসেস থেকে নিজের স্টেক কমানোর অনুমোদনও পেয়েছেন বিজয় শেখর শর্মা। এই কারণে পেমেন্ট এগ্রিগেটর লাইসেন্স পাওয়ার জন্য নতুন করে আরও একবার আবেদন জানাতে পারবেন বিজয় শেখর শর্মা।
পেটিএমের সঙ্কট কেটেছে
বিশেষজ্ঞদের মতে, সম্ভবত পেটিএম সংস্থার সঙ্কট এখন কেটে গিয়েছে। তবে এখনও কিছু সমস্যা রয়ে গিয়েছে। আইপিও নিয়ে তদন্ত চলছে এখন সেবির তরফে। ফলে এখন এই স্টকে বিনিয়োগের ক্ষেত্রে লং টার্মে ভেবেচিন্তে করা উচিত। ৫৩০ টাকায় এখন এই শেয়ারের সর্বনিম্ন স্তর, তবে এখন ৬৮৫ টাকা পর্যন্ত এই স্টক উঠতে পারে বলেই ধারণা দিয়েছেন বিশেষজ্ঞরা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Health Insurance: মঞ্জুর নাও হতে পারে স্বাস্থ্যবিমার ক্লেম, খেয়াল রাখতে হবে এই ৫ বিষয়