Paytm: নতুন করে সাজাতে ছাঁটাই হবে কি পেটিএমে ? কী জানাল সংস্থা ?
Paytm Layoff: পেটিএমের মূল কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশন স্পষ্টই এই কর্মী ছাঁটাইয়ের ব্যাপার অস্বীকার করেছে। পেটিএম এখন তাঁর সমস্ত কর্মীদের পারফরম্যান্স খুব ভালভাবে বিচার করে দেখছে।
Paytm Crisis: ১৫ মার্চ থেকেই লেনদেন বন্ধ হয়ে গিয়েছে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কে। রিজার্ভ ব্যাঙ্কের নিষেধাজ্ঞার কারণেই বন্ধ হয়েছে পেমেন্টস ব্যাঙ্ক। আর এই কারণে সংস্থার ব্যবসা বহুলভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটিএমের (Paytm Layoff) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রবীণ শর্মা সম্প্রতি পদত্যাগ করেছেন। আর এর পরে অনেকেই ভেবেছিলেন যে সংস্থা তাঁর মধ্যে ৩০ থেকে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে। কিন্তু পেটিএমের মূল কোম্পানি ওয়ান ৯৭ কমিউনিকেশন (One 97 Communication) স্পষ্টই এই কর্মী ছাঁটাইয়ের ব্যাপার অস্বীকার করেছে।
পদত্যাগ করেছেন প্রবীণ শর্মা
শনিবার একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ের সময় ওয়ান ৯৭ কমিউনিকেশন জানিয়েছে যে বিগত ২৩ মার্চ প্রবীণ শর্মা পেটিএম থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কিছু কারণের জন্যেই সংস্থা ছেড়েছেন তিনি। অন্যান্য সুযোগ-সুবিধা এবং আরও নতুন কিছু করা যায় কিনা সে ব্যাপারেই তিনি চিন্তা করবেন এবার থেকে। পেটিএমে যোগ দেওয়ার আগে ৯ বছর যাবৎ গুগলের সঙ্গে কাজ করেছেন প্রবীণ শর্মা। আর এই আবহে পেটিএম সংস্থা জানিয়েছে যে কোনও রকম ছাঁটাই করা হবে না। এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সংস্থার তরফে আগামীতে আরও অনেক পরিকল্পনা আছে।
অ্যাপ্রাইজাল মিলবে পেটিএমে
পেটিএমে (Paytm) কর্মীদের বার্ষিক অ্যাপ্রাইজাল দেওয়ার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এক্সচেঞ্জ ফাইলিংয়ের তথ্য অনুসারে, পেটিএম এখন তাঁর সমস্ত কর্মীদের পারফরম্যান্স খুব ভালভাবে বিচার করে দেখছে। এই সময়ের মধ্যে তাঁদের দায়িত্বও কিছু বাড়তে বা কমতে পারে। এটি আদপে একটি সাধারণ কর্পোরেট প্রক্রিয়া। এর সঙ্গে ছাঁটাইয়ের কোনও সম্পর্ক নেই। পেটিএম তাঁর কর্মক্ষমতার উপর অনেক বেশি স্থিতিশীলতা চায়, আর ভবিষ্যতে এই সংস্থাকে আরও বড় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন পেটিএমের প্রধান। ডিজিটাল পেমেন্ট এবং সার্ভিসের ক্ষেত্রে গ্রাহকদের সবথেকে ভাল পরিষেবা কীভাবে দেওয়া যায়। সেই চেষ্টাই করে চলেছে পেটিএম।
পেটিএম ব্যাঙ্কের বদলে অন্য ব্যাঙ্কের সঙ্গে কার্যক্রম জারি
পেমেন্টস ব্যাঙ্ক বন্ধ হয়ে গিয়েছে বলে অন্য ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়ে ডিজিটাল পরিষেবা জারি রেখেছে পেটিএম। জানা গিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মত এই ব্যাঙ্কগুলির সঙ্গ এবার ডিজিটাল পরিষেবা, ইউপিআই লেনদেনের কাজ করতে পেটিএম। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর পক্ষ থেকে TPAP লাইসেন্স দেওয়া হয়েছে পেটিএমকে। এই ছাড়পত্রের মাধ্যমে দেশের মধ্যে ইউপিআই লেনদেন করতে পারবে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক।
আরও পড়ুন: Car Buying Tips: ঋণ না নিয়েও কিনতে পারবেন নতুন গাড়ি, কীভাবে পরিকল্পনা করবেন জানেন ?