Coal India: FD কিংবা PPF-এর থেকেও বেশি রিটার্ন মিলেছে শুধু ডিভিডেন্ড থেকে, রাষ্ট্রায়ত্ত সংস্থার এই স্টক কেনা আছে ?
Coal India Dividend: ২০২৩-২৪ অর্থবর্ষে তিনবার ডিভিডেন্ড (Coal India Dividend) দিয়েছে কোল ইন্ডিয়া। প্রথমে শেয়ার পিছু ৪ টাকা, তারপর ১৫.২৫ টাকা এবং চূড়ান্ত ডিভিডেন্ড দিয়েছে ৫.২৫ টাকা হারে।
Dividend Stock: পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনা, ব্যাঙ্কে স্থায়ী আমানত সমস্ত রকম বিনিয়োগের রিটার্নকে এক ধাক্কায় পিছনে ফেলে দিয়েছে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টকের ডিভিডেন্ড (Coal India Dividend)। বেশিরভাগ মানুষ বহু কাল ধরেই এই সমস্ত মাধ্যমে নিশ্চিত বিনিয়োগের রাস্তা খুঁজে নেন এবং তুলনায় ভাল রিটার্ন পান। কিন্তু সরকারের এইসব প্রকল্পে বিনিয়োগের থেকেও যদি কেউ এই সরকারি সংস্থার (Coal India Share Price) স্টক কিনে রাখতেন, ডিভিডেন্ডের রিটার্ন হিসেব করলে প্রকল্পগুলির থেকে অনেক বেশি মুনাফা পেতেন। সংস্থার নাম কোল ইন্ডিয়া। ২০২৩-২৪ অর্থবর্ষে দেখা গিয়েছে এই সংস্থায় ডিভিডেন্ডের পরিমাণ ব্যাঙ্কে FD, SSY বা PPF-এর রিটার্নের হারের থেকেও অনেক বেশি।
বছরে ৩ বার ডিভিডেন্ড দিয়েছে সংস্থা
২০২৩-২৪ অর্থবর্ষে তিনবার ডিভিডেন্ড (Coal India Dividend) দিয়েছে কোল ইন্ডিয়া। প্রথমে শেয়ার পিছু ৪ টাকা, তারপর ১৫.২৫ টাকা এবং চূড়ান্ত ডিভিডেন্ড দিয়েছে ৫.২৫ টাকা হারে। পুরো অর্থবর্ষে শেয়ারহোল্ডারদের মোট ২৪.৫০ টাকা ডিভিডেন্ড দিয়েছে কোল ইন্ডিয়ার শেয়ার। ফলে শেয়ারহোল্ডারদের কাছে কোল ইন্ডিয়ার একটি শেয়ার থাকলে ২৪.৫০ টাকা বাড়তি আয় হত তাঁদের। এমন ১০০ শেয়ার ধরে থাকলে ডিভিডেন্ড থেকে আয় হত ২৪৫ টাকা।
ডিভিডেন্ড থেকে কত রিটার্ন
কোল ইন্ডিয়ার শেয়ারের দাম ওঠা শুরু হয়েছিল ২১৩.৬৫ টাকা থেকে। তবে এই দামের গ্রাফের দিকে তাকিয়ে ডিভিডেন্ডের হিসেব করলে দেখা যাবে, কোল ইন্ডিয়ার (Coal India Dividend) শেয়ারে দিয়েছে ১১.৫০ শতাংশ রিটার্ন যা কিনা সুকন্যা সমৃদ্ধি, ব্যাঙ্কে স্থায়ী আমানত এবং পিপিএফের রিটার্নের থেকেও বেশি। এই সমস্ত জনপ্রিয় সঞ্চয় প্রকল্পের থেকেও বেশি রিটার্ন মিলেছে এই স্টকে। ব্যাঙ্ক এফডিতে সর্বোচ্চ সুদ মেলে ৮ শতাংশ, সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার ৭.৬ শতাংশ, পিপিএফের সুদের হার ৭.১ শতাংশ। এই সব রিটার্নকে ছাপিয়ে গিয়েছে এই সরকারি সংস্থার স্টকের রিটার্ন।
শেয়ারের দাম বাড়ল কীভাবে
এখন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে কোল ইন্ডিয়ার শেয়ারের দাম চলছে ৪৫৮ টাকা। চলতি বছরের শুরু থেকে এই শেয়ারের দাম বেড়েছে ২০ শতাংশ। বিগত ৬ মাসে কোল ইন্ডিয়ার শেয়ারের দাম ৫০ শতাংশ বেড়েছে। আর এক বছরের হিসেব ধরলে দেখা যাবে এই সংস্থার শেয়ারের দাম ৯২ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: Gold Price: বিয়ের মরশুমে সস্তা হল সোনা, রাজ্য জুড়ে কতটা কমল সোনার দাম ?