Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি
PPF Update: পিপিএফ অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। আপনারও যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF) কোনও কারণে বন্ধ হয়ে যায় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন।
PPF Update: পিপিএফ অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর। আপনারও যদি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF) কোনও কারণে বন্ধ হয়ে যায় তাহলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেই ক্ষেত্রে দ্রুত সক্রিয় করুন পিপিএফ অ্যাকাউন্ট। জেনে নিন, এই ধরনের অ্যাকাউন্ট বন্ধ থাকলে কী ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে।
PPF Rules: কেন পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় ?
আপনি যদি প্রতি বছর এই অ্যাকাউন্টে অর্থ না রাখেন,তবে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। এই অ্যাকাউন্টে আপনাকে বার্ষিক ন্যূনতম 500 টাকা জমা দিতে হবে। আপনাকে এই কাজটি 15 বছরের জন্য করতে হবে। অনেক সময় কোনও কারণে টাকা রাখতে ভুলে গেলে বা টাকা জমা না দিলে PPF অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
Public Provident Fund: কীভাবে পিপিএফ অ্যাকাউন্ট সক্রিয় করবেন ?
পিপিএফ অ্যাকাউন্ট ফের সক্রিয় করার প্রক্রিয়া খুব একটা কঠিন নয়।পিপিএফ অ্যাকাউন্ট পুনরায় সক্রিয় করতে আপনাকে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যেতে হবে। যেখানে এই অ্যাকাউন্ট খোলা রয়েছে সেখানে যান।এখানে আপনাকে আবার অ্যাকাউন্ট সক্রিয় করতে একটি ফর্ম পূরণ করতে হবে।ফর্ম পূরণ করার পর বকেয়া টাকা পরিশোধ করতে হবে। যার অর্থ হল, প্রতি বছর আপনি যে ন্যূনতম টাকা জমা করেননি আপনাকে সেই ন্যূনতম 500 টাকা পেমেন্ট করতে হবে।এই অর্থ জমার পাশাপাশি আপনাকে প্রতি বছর 50 টাকা জরিমানাও দিতে হবে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) কী ?
পিপিএফ অ্যাকাউন্টে গ্রাহকরা ন্যূনতম 500 টাকা ও সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। এর মেয়াদ ১৫ বছর। এই সময়ে আপনার অর্থের প্রয়োজন হলে 8 বছর পরে আপনি এর কিছু অংশ তুলতে পারেন। একটি অর্থবর্ষে 12 বারের বেশি পিপিএফ জমা করা যাবে না।
PPF Rules: সরকার অনেক নিয়ম পরিবর্তন করেছে
2016 সালে সরকার প্রভিডেন্ট ফান্ডের নিয়মে পরিবর্তন করে। সেই ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে মেয়াদপূর্তির আগে পিপিএফ অ্যাকাউন্ট বন্ধ করার অনুমতি দেয়। অ্যাকাউন্টটি পাঁচ বছর ধরে চালু থাকার পরেই এই সুবিধা পাওয়া যেতে পারে। আপনার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকলে এটি পুনরায় সক্রিয় না হওয়া পর্যন্ত আপনি এই সুবিধা পাবেন না।
Public Provident Fund: ২টি পিপিএফ অ্যাকাউন্ট খোলা যাবে না
মনে রাখবেন, অ্যাকাউন্টহোল্ডার যদি বন্ধ পিপিএফ অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনও পিপিএফ অ্যাকাউন্ট খুলতে চান, তবে তাঁকে অনুমতি দেবে না সরকার। কারণ এরকম কোনও নিয়ম নেই। কোনও ব্যক্তির দুটি পিপিএফ অ্যাকাউন্ট রাখারও অনুমতি দেয় না সরকার।