PPF Account for Children: শিশুদের জন্যও খোলা যাবে PPF,তবে মানতে হবে এই শর্তাবলী
Public Provident Fund : একজন ব্যক্তি তাঁর নিজের নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন।তার পিপিএফ অ্যাকাউন্ট ছাড়াও কোনও ব্যক্তি তার নাবালক সন্তানের নামে আরেকটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন।
PPF Account for Children: ঝুঁকিমুক্ত রিটার্নের কথা চিন্তা করলে সহজেই বেছে নিতে পারেন পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF)। আপনার সন্তানের আর্থিক ভবিষ্যতের জন্যও উত্তম এই প্রকল্প। সহজেই সন্তানের নামে খুলতে পারেন এই পিপিএফ অ্যাকাউন্ট(Public Provident Fund)। তবে সেই ক্ষেত্রে রয়েছে কিছু শর্তাবলী।
Public Provident Fund : একজন ব্যক্তি তাঁর নিজের নামে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন।
তার পিপিএফ অ্যাকাউন্ট ছাড়াও কোনও ব্যক্তি তার নাবালক সন্তানের নামে আরেকটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন।
যদি দুটি সন্তান থাকে, সেইক্ষেত্রে একটি নাবালক সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট মা ও অন্য সন্তানের পিপিএফ অ্যাকাউন্ট বাবা খুলতে পারেন।
পিতামাতা উভয়ই একই নাবালক সন্তানের নামে আলাদা পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারবেন না।
PPF Account for Children : কত টাকা জমা করতে পারেন ?
একজন নাবালকের পিপিএফ অ্যাকাউন্টের জন্যও একটি আর্থিক বছরে ন্যূনতম ৫০০ টাকা ও সর্বোচ্চ ৫ লক্ষ টাকা জমার সীমা প্রযোজ্য।
ঋণ বা টাকা তোলার নিয়ম : অপ্রাপ্তবয়স্কের PPF অ্যাকাউন্ট থেকে ঋণ ও আংশিক টাকা তোলার মতো সুবিধাও পাওয়া যায়। তবে নাবালকের অ্যাকাউন্টের ভিত্তিতে ঋণ বা আংশিক উত্তোলনের জন্য অভিভাবককে ঘোষণা করতে হবে যে, ওই অর্থ কেবল নাবালকের জন্যই তোলা হচ্ছে।
১৮ বছর হলে : যখন সন্তানের বয়স ১৮ হবে, তখন তার অ্যাকাউন্টও সাধারণ পিপিএফ অ্যাকাউন্টে স্থানান্তরের জন্য আবেদন করতে হবে। প্রাপ্তবয়স্ক হলে সেই
অ্যাকাউন্ট নিজেই দেখাশোনা করতে পারবে আপনার সন্তান।
Public Provident Fund: পিপিএফ-এর জন্য কীভাবে আবেদন করবেন ?
প্রথমে আপনার কাছের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যান।
সেখানে আপনাকে একটি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে একটি ফর্ম নিতে হবে।
আবেদনপত্রে জিজ্ঞাসা করা তথ্যটি মনোযোগ সহকারে পড়ুন ও পূরণ করুন।
আবেদনপত্রে কিছু নথিও চাওয়া হবে।
আবেদনপত্রের সাথে সেই নথিগুলি যোগ করুন ও কর্মচারীকে দিন।
পরবর্তী পর্যায়ে কর্মচারী আবেদনপত্র যাচাই করবেন।
সঠিকভাবে তথ্য যাচাই করার পরই অ্যাকাউন্ট খোলা হবে।
PPF Account for Children: কোন-কোন নথি লাগবে ?
বাবা-মায়ের কেওয়াইসি বাধ্যতামূলক।
এ ছাড়াও অ্যাকাউন্ট খুলতে লাগবে সন্তানের ছবি, সন্তানের বয়সের প্রমাণপত্র, আধার কার্ড ও জন্মের শংসাপত্র।
আপনি পিপিএফ অ্যাকাউন্ট পোস্ট অফিসে বা ব্যাঙ্কে খুলতে পারবেন।
নিজের নামে বা নাবালকের হয়ে কোনও ব্যক্তি এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
এই বিষয়ে বিশদে জানতে ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যোগাযোগ করুন।