আপনি বেতনভোগী পেশাদার কর্মী ? সঞ্চয় বিমা প্রকল্পকে কেন এড়িয়ে যাওয়া উচিত নয়
সঞ্চয় বিমা প্রকল্প (savings insurance plan), যা আপনার আর্থিক ভবিষ্যতের জন্য ভীষণ উপকারী।

বেতনভোগী একজন পেশাদার হিসেবে হয়তো আপনার সুন্দর ও সুগঠিত একটি সঞ্চয় ও বিনিয়োগের পোর্টফোলিও রয়েছে। যাতে রয়েছে ELSS, মিউচুয়াল ফান্ড, PPF এবং ফিক্সড ডিপোজ়িট। এই প্রতিটি বিকল্পই নির্দিষ্ট ও বিশেষ কিছু উদ্দেশ্য সাধন করে - যেমন সম্পত্তি তৈরি ও বৃদ্ধি, কর বাঁচানো, বা দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা। তবে, প্রায়শই দেখা যায়, একটি বিশেষ উপাদানের উপর আমরা অনেকেই নজর দিতে পারি না। সঞ্চয় বিমা প্রকল্প (savings insurance plan), যা আপনার আর্থিক ভবিষ্যতের জন্য ভীষণ উপকারী।
সঞ্চয় বিমা প্রকল্পে কেন ?
সঞ্চয় বিমা প্রকল্প যেমন HDFC লাইফ সঞ্চয় প্লাস, মূলধনের সুরক্ষা ও নিশ্চিত রিটার্নের এক অনন্য সমন্বয় আপনাকে অফার করে থাকে। এটি এমন একটি প্রকল্প যা সাধারণভাবে বিনিয়োগ গুলি সবসময় গ্যারান্টি নাও দিতে পারে।
HDFC লাইফ সঞ্চয় প্লাসের সুবিধা
HDFC লাইফ সঞ্চয় প্লাস আপনার প্রয়োজন অনুযায়ী গ্যারান্টিযুক্ত আয়ের বিকল্পগুলির সঙ্গে আর্থিক সুরক্ষা প্রদানের জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে :
১. আজীবন আয়ের সুবিধা সহ নিশ্চিত অবসরকালীন আয়ের বিকল্প : আজীবন আয়ের প্রবাহ ও আর্থিক স্বাধীনতা নিশ্চিত করুন।
২. ১০, ১২, ২৫, ৩০ বছর এবং আজীবন স্থায়ী মেয়াদের জন্য গ্যারান্টিযুক্ত আয় : আপনার আর্থিক লক্ষ্যমাত্রা অনুযায়ী পেআউটের সময়সীমা বেছে নিন।
আরও দেখুন :

This article is a featured article. ABP Network Pvt. Ltd. and/or ABP Live do not in any manner whatsoever endorse/subscribe to the contents of this article/advertisement and/or views expressed herein. Reader discretion is advised.






















