Russia-Ukraine Conflict: বাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা, ৪ হাজার কোটি টাকার বেশি শেয়ার বিক্রি
FII Investment: BSE, NSE ও MSEI-এর বাজারে সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা (FII)।
FII Investment: দেশের বাজারে ক্রমশই বাড়ছে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির সংখ্যা। পরিসংখ্যান বলছে, BSE, NSE ও MSEI-এর বাজারে সব মিলিয়ে ৪ হাজার কোটি টাকার বেশি শেয়ার বিক্রি করেছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা (FII)। তবে খুশির খবর, এই বিশাল পরিমাণ টাকা ভারতীয় বাজার থেকে সরিয়ে নেওয়ার পরও আজ প্রায় আড়াই শতাংশ বেড়েছে নিফটি ও সেনসেক্সের সূচক।
Share Market Today: নেট হিসেব বলছে, পুঁজিবাজার BSE, NSE ও MSEI-তে বিদেশি বিনিয়োগকারীরা 4,470.70 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় বাজারের অনিশ্চয়তার কারণেই সম্প্রতি এই পথে হাঁটছেন FII-রা।যদিও কিছু বিশ্লেষকের মতে, দালাল স্ট্রিটের আতঙ্কের কারণে বাজার ছাড়ছেন না FII-রা। এর পিছনে মূল্ কারণ অন্য।
আসলে মূল্যবৃদ্ধিতে জর্জরিত আমেরিকা এখন সুদের হার বাড়ানোর কথা ভাবছে। সেই কারণে ভারত থেকে টাকা তুলে আগেই আমেরিকার বাজারে দিচ্ছেন ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা। শোনা যাচ্ছে, মার্চেই নতুন সুদের হার জারি হতে পারে আমেরিকায়। সেই ক্ষেত্রে আর্থিক নীতির ঘোষণা হবে শীঘ্রই। যার সরাসরি প্রভাব পড়বে ভারতের সূচকগুলির ওপর।
Stock Market Investment: বাজার বিশেষজ্ঞরা কী বলছেন ?
টানা ৭টি সেশনের পর এদিন বিএসই সেনসেক্স 1,329 পয়েন্ট (2.44 শতাংশ) বেড়ে 55,859-তে বন্ধ হয়েছে। আশা জাগিয়েছে NSE নিফটি। শুক্রবার 410 পয়েন্ট (2.53 শতাংশ) বেড়ে 16,658-তে থিতু হয়েছে নিফটির বুলসরা। সেনসেক্স প্ল্যাটফর্মে Tata Steel, IndusInd Bank, Bajaj Finance, NTPC, Tech M, Axis Bank, Kotak Bank ও TCS সূচক শীর্ষ লাভকারী হিসাবে দৌড় শেষ করেছে ৷ এদিন এই স্টকগুলি 3.5 শতাংশ থেকে 6.5 শতাংশের মধ্যে বিনিয়োগকীরাদের লাভ দিয়েছে।
যদিও বাজার বিশেষজ্ঞদের ধারণা, ১৬,৮০০-র ওপরে না উঠলে এখনই বাজার নিয়ে কিছু বলা যাচ্ছে না। সেই ক্ষেত্রে ফের ভয়াবহ ধসের আশঙ্কা থেকেই যাচ্ছে। এদিনের নিফটি, সেনসেক্সের পরিসংখ্যানও সেই কথাই বলছে।