Share Market Today: আজ এই ৫ বিষয়ের ওপর নির্ভর করবে বাজার, না জানলে আপনার লোকসান
Stock Market Today: বিশেষজ্ঞদের মতে আজও ছুটতে পারে দালাল স্ট্রিটের বুলসরা। তবে সপ্তাহের শুরুতে বাজার (Stock Market Today)নির্ভর করবে এই বিষয়গুলির ওপর।
Stock Market Today: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Ukraine-Russia War) মাঝেই গত সপ্তাহে দ্রুত ওপরে উঠেছে সূচক। ১৭,৬৭০-এ দৌড় থামিয়েছে নিফটি। বাজার (Share Market Today)বিশেষজ্ঞদের মতে আজও ছুটতে পারে দালাল স্ট্রিটের বুলসরা। তবে সপ্তাহের শুরুতে বাজার (Stock Market Today)নির্ভর করবে এই বিষয়গুলির ওপর।
1 Ukraine-Russia front: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কোনও বড় ধরনের পদক্ষেপ বিগড়ে দিতে পারে বাজারের পরিস্থিতি। সেই ক্ষেত্রে সামান্য নিচে নামতে পারে বাজার।তবে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম।
2 Oil price movement: বিশ্ব বাজারে তেলের দাম
বিশ্ব বাজারে তেলের দাম আজ বড় প্রভাব ফেলতে পারে বাজারে। আগের মতো এখন আন্তর্জাতিক বাজারে রেকর্ড দাম বাড়ছে না অপরিশোধিত তেলের। সেই ক্ষেত্রে ব্যারেল পিছু তেলের দাম ১০০ ডলারের নিচে নামলে লাভবান হবে ভারত। কারণ, বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৮০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে ভারত। তাই তেলের দাম বাড়লে শেয়ার বাজারে মারাত্মক প্রভাব পড়বে।
3 Covid concerns in China:চিনে বাড়ছে করোনা !
চিনে ফের বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা। যা চিন্তায় রেখেছে বিশ্বকে। কোনও কারণে চিনের হাত ধরে ফের কোভিডের বিভিন্ন ভ্যারিয়েন্ট বিশ্বে ছড়িয়ে পড়লে বিপত্তি বাড়বে বাজারে। ফলে গাড়ি থেকে শুরু করে সুপারমার্টের ক্ষেত্রে মারাত্মক প্রভাব পড়বে। কোনও কারণে এর জেরে নিয়ন্ত্রিত লকডাউন হলেও নেতিবাচক প্রভাব পড়বে বাজারে। ফের নেমে আসবে সূচক।
4 RBI Monetary Policy: রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি
৬ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্কের মানিটারি পলিসি কমিটি তাদের মুদ্রানীতি পেশের বৈঠক শুরু করবে। তিন দিনের এই বৈঠক শেষ হবে ৮ এপ্রিল। বিশেষজ্ঞরা মনে করছেন, বেশিরভাগ কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি বিশ্বব্যাপী সুদের হার বাড়ানোয় এবার সেই পথে হাঁটতে পারে RBI। তবে সেই ক্ষেত্রে সাধারণ বাজারের বৃদ্ধির কথাও মাথায় রাখবে তারা। অভ্যন্তরীণ বাজারের চাহিদা বাড়াতে রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি বড় প্রভাব ফেলতে পারে বাজারে।
5 March quarter earnings: মার্চের ত্রৈমাসিকের ফল চিন্তায় রাখবে বাজারকে
এই সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে বিভিন্ন কোম্পানির ত্রৈমাসিকের ফল ঘোষণা। সেই ক্ষেত্রে কোম্পানির মুনাফার ওপর অনেকটাই নির্ভর করবে বাজার।সেই ক্ষেত্রে বেশিরভাগ কোম্পানির ফল ভাল হলে স্টকের পাশাপাশি উঠবে সূচক। বিপরীত কিছু দেখা যেতে পারে কোম্পানিগুলির ত্রৈমাসিকের রেজাল্ট খারাপ হলে। আজ থেকেই সেই আঁচ বুঝতে পারবে বাজার। কোন কোম্পানি ভাল করতে পারে তা আঁচ করে সেই স্টকে আগেভাগে বিনিয়োগ করে রাখবেন অনেকেই। ব্রেকআউটের জন্য অপেক্ষা করবেন না এই ধরনের সুইং ট্রেডাররা।