Share Price: গরমে এসির বিক্রি বাড়তেই, হু হু করে বাড়ছে এইসব সংস্থার শেয়ারের দাম- কত মুনাফা হল ?
Voltas Share Price: সোমবার ২২ এপ্রিল সপ্তাহের শুরুর ট্রেডিং সেশনে এয়ারকন্ডিশন উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। স্টকের দাম বিপুল হারে বেড়েছে এদিন।
Voltas Share Price: এপ্রিল মাস থেকেই প্রচণ্ড তাপপ্রবাহ (Heatwave in India) চলছে দেশজুড়ে। আর যত গরম বাড়ছে, তত বেশি বাড়ছে এসির বিক্রি এবং তাঁর প্রভাব পড়ছে শেয়ার বাজারেও। এসি উৎপাদনকারী (AC Making Company Share Price) ও বিক্রয়কারী সংস্থাগুলির শেয়ারের দাম হু হু করে বাড়ছে। মনে হচ্ছে যে সমস্ত বিনিয়োগকারী এই এয়ারকন্ডিশন উৎপাদনকারী সংস্থার শেয়ারে বিনিয়োগ করেছিলেন, তাঁরা যেন লটারি পেয়েছেন।
৮০০ পয়েন্ট লাফিয়েছে নিফটি সিজি সূচক
সোমবার ২২ এপ্রিল সপ্তাহের শুরুর ট্রেডিং সেশনে এয়ারকন্ডিশন উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। স্টকের দাম বিপুল হারে বেড়েছে এদিন। কনজিউমার ডিউরেবলস (Nifty CG) পণ্যের সূচকে এদিন তাই লাফ দেখা গিয়েছে। নিফটির কনজিউমার ডিউরেবলস সূচক ৮২২ পয়েন্ট বেড়েছে। ২.৫২ শতাংশ বেড়ে এই সূচক এখন ট্রেড করছে ৩৩,৫৮৪ পয়েন্টে।
বুলিশ ইঙ্গিত দিচ্ছে এই ব্রোকারেজ ফার্ম
এয়ারকন্ডিশন উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে টাটার অধীনে ভোল্টাস সংস্থার শেয়ারের দাম সবথেকে বেশি বেড়েছে। ভোল্টাসের শেয়ার এদিন ৬.৬৪ শতাংশ বেড়ে ১৩৮৭ টাকায় ট্রেড করছে। ২০২৪ সালের শুরু থেকে এই শেয়ার তাঁর বিনিয়োগকারীদের ৪২ শতাংশ রিটার্ন দিয়েছে। বিগত ৬ মাসে ৭০ শতাংশ, এমনকী ১ মাসের মধ্যে ৩০ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। গ্লোবাল ব্রোকারেজ হাউজ ইউবিএস ভোল্টাসের শেয়ারে বুলিশ ইঙ্গিত দিয়েছে। এই সংস্থা শেয়ারের দামে ১৮৮৫ টাকার টার্গেট দিয়েছে। ব্রোকারেজ ফার্মের মতে ভোল্টাসের মার্কেট শেয়ার আরও বাড়তে পারে এই পরিস্থিতিতে।
এসি নির্মাতা সংস্থাগুলির স্টকে বিপুল লাফ
শুধুই ভোল্টাস নয়, এসি-হোয়ারলপুল সংস্থার শেয়ারের দামও ব্যাপক হারে বেড়েছে। Whirlpool-এর স্টক ৫.৭৬ শতাংশ বেড়ে ১২২৫ টাকায় ট্রেড করছে এখন। অন্যদিকে হ্যাভেলস ইন্ডিয়ার স্টকও বাড়ছে গরমের সঙ্গে পাল্লা দিয়ে। ৩.৪৯ শতাংশ বেড়ে ১৫৫৪ টাকায় ট্রেড করছে এই স্টক। এখানেই শেষ নয়, ব্লু স্টারের স্টকটিও ২.৩৭ শতাংশ বেড়েছে এদিনের বাজারে। অন্যদিকে বিভিন্ন ব্র্যান্ডের এসি উৎপাদনকারী সংস্থা অ্যাম্বার এন্টারপ্রাইজের শেয়ারের দাম ১.৪৮ শতাংশ বেড়ে ৩৭০০ টাকায় ট্রেড করছে এখন।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
আরও পড়ুন: Stock Market Today: ঘুরে দাঁড়াল বাজার, সবুজ মার্কেটে আজ সেরা 'গেনার'-'লুজার' রইল এই স্টকগুলি