Fire Incident: হাওড়ার আমতায় ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড
ABP Ananda Live: হাওড়ার আমতায় ইলেকট্রিক সরঞ্জামের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। পুড়ে ছাই পাশাপাশি দুটি দোকান। রাতে আমতা-বাগনান রোডে বন্ধ ইলেকট্রিক সরঞ্জামের দোকানে আগুন লাগে। দমকলের দুটি ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই ভস্মীভূত হয়ে যায় দুটি ইলেকট্রিক সরঞ্জামের দোকান। একটি দোকানে গ্যাস সিলিন্ডার মজুত ছিল, বের করে আনায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কী থেকে আগুন, তা এখনও জানা যায়নি।
কল্য়াণের হয়ে মাঠে নামলেন শোভন! রত্না চট্টোপাধ্য়ায় ও তাঁর বাবাকে তীব্র আক্রমণ প্রাক্তন মেয়রের
শোভন চট্টোপাধ্য়ায় ও রত্না চট্টোপাধ্য়ায়ের বিবাহ বিচ্ছেদ মামলায় শোভন চট্টোপাধ্য়ায়ের হয়ে আদালতে সওয়াল করছেন কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়। আর তাঁর মন্তব্য নিয়ে চরমে উঠেছে বাগযুদ্ধ! কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন রত্না। এবার কল্য়াণের হয়ে মাঠে নামলেন শোভন! রত্না চট্টোপাধ্য়ায় ও তাঁর বাবা দুলাল দাসকে তীব্র আক্রমণ করলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায়।



















