Stock Market Next Week: সোমবার কি ফের পতন বাজারে ? বিনিয়োগের আগে জানুন এই বিষয়গুলি
Stock Market Next Week: বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনই অতি উৎসাহের কিছু নেই বাজারে। আগামী সপ্তাহে এই বিষয়গুলির ওপর নির্ভর করবে দালাল স্ট্রিটের গতিবিধি।
Share Market Update: অনিশ্চয়তা কাটিয়ে লাভের মুখ দেখছে বাজার। গত সপ্তাহেই ১৭,৩০০ ছুঁয়েছে নিফটি। যা আশা জাগিয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখনই অতি উৎসাহের কিছু নেই বাজারে। আগামী সপ্তাহে এই বিষয়গুলির ওপর নির্ভর করবে দালাল স্ট্রিটের গতিবিধি।
Stock Market Next Week: বিশ্বের প্রভাব বাজারে
সোমবারের বাজার নিয়ে রেলিগেয়ার ব্রোকিং সংস্থার ভিপি রিসার্চ, অজিত মিশ্র বলেন, “বাজারগুলি ঘুরে দাঁড়িয়ে প্রায় 4 শতাংশ লাভ করেছে। মূলত, বিশ্বের ভূ-রাজনৈতিক অনুকূল পরিবেশের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বাজারে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও অপরিশোধিত তেলের দাম ভারতীয় বাজারে নির্ণায়কের কাজ করেছে। সেই অনুযায়ী লাস্ট ট্রেডিং ডে-তে বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি 57,863 ও 17,287 স্তরে থেমেছে।''
Stock Market Update: এফআইআই কী করবে এখন ?
স্বস্তিকা ইনভেস্টমার্ট লিমিটেডের হেড অফ রিসার্চ সন্তোষ মীনার মতে, গত সপ্তাহে মার্কেটে কিছু কেনাকাটা করেছে বিদেশি বিনিয়োগকারীরা। গত 5 মাসে তারা ভারতীয় ইক্যুইটি বাজারে 2.3 লক্ষ কোটিরও বেশি শেয়ার বিক্রি করেছে। যা তাদের বিক্রির সর্বোচ্চ রেকর্ড। এর আগে 2008 সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের সময় প্রায় 1.3 লাখ কোটি টাকার শেয়ার বেঁচে দিয়েছিল 'ফরেন ইনস্টিটিউশনাল ইনেভেস্টার'রা। মনে করা হচ্ছে, ভারতীয় বাজারের সবুজ সংকেত দেখে ফের দালাল স্ট্রিটমুখী হবে এফআইআই-রা।
Nifty Technical Outlook: কী হতে পারে এই সপ্তাহে ?
টেকনিক্যাল চার্ট বলছে, নিফটি সাপ্তাহিক চার্টে এখনও বুলিশ রয়েছে। বুলিশ ক্যান্ডেলস্টিক গঠনের যথাযথ ফলো-আপ দিচ্ছে নিফটি।গত সপ্তাহে 200-DMA ও 50-DMA-এর ওপরে বন্ধ হতে সক্ষম হয়েছে নিফটি। তবে 17380-এর 100-DMA-তে একটা রেজিস্ট্যান্স রয়েছে নিফটির। এর উপরে আমরা 17,600/17,800 স্তরের দিকে যেতে পারে এই সূচক। কোনও কারণে নিফটি পড়লে তা 17,200-তে সাপোর্ট নিতে পারে। এর কাছাকাছি সাপোর্ট বলতে 17000 পয়েন্ট। যেখানে 200-DMA থেকে ফের পুলব্যাক করতে পারে সূচক।
Stock Market Next Week: বিনিয়োগকারীদের কী করা উচিত ?
বাজার নিয়ে রেলিগেয়ার ব্রোকিং সংস্থার ভিপি রিসার্চ, অজিত মিশ্রর মতে, আগামী সপ্তাহে রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব বৃদ্ধি ও চিনে কোভিড পরিস্থিতির অবনতি বড় প্রভাব ফেলতে পারে বাজারে। যে কোনও খবর আবারও ইতিবাচক আবেগকে ভেঙে দিতে পারে। সেই ক্ষেত্রে নিফটির 17,500-17,700 জোন পরীক্ষা করার একটা সম্ভাবনা রয়েছে। মার্কেট পড়লে তা 16,800-17,000 থেকে ফের ঘুরে দাঁড়াবে। সেক্টরাল প্যাকগুলির মধ্যে মেটাল, পাওয়ার, ফার্মা অন্যদেরকে ছাড়িয়ে যেতে পারে। তাই সেই অনুযায়ী আপনার বিনিয়োগের পরিকল্পনা করুন।