Zomato Share Price: ৪৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে জোমাটোর শেয়ার ! এখন কিনলে লাভ ? কী জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা ?
Zomato Share: মর্গ্যান স্ট্যানলি বিনিয়োগকারীদের জোমাটোর শেয়ার কিনতে বলেছে এবং এর প্রাইস টার্গেট সেট করেছে ২৩৫ টাকায় যা কিনা এখনকার লেভেল থেকে ২১ শতাংশ বেশি।
Zomato Share: ২০২৩-২৪ অর্থবর্ষ শেষ হয়ে গিয়েছে। আর এই অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের পরে মর্গ্যান স্ট্যানলি এবং ইলারা ক্যাপিটাল ব্রোকারেজ ফার্ম জোমাটোর শেয়ারের দাম বাড়ার সম্ভাবনা দেখছেন। তাঁরা জানাচ্ছে আগামী দিনে ভাল রিটার্ন দিতে পারে এই শেয়ার। ভারতের অনলাইন ফুড ডেলিভারি এবং ফুড এগ্রিগেটর সংস্থা জোমাটোর শেয়ারের দাম (Zomato Share Price) এখনকার লেভেল থেকে ৪৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে এই ব্রোকারেজ ফার্ম। তাঁদের মতামত অনুযায়ী এখন জোমাটোর শেয়ার কিনে রাখলে ৪৪ শতাংশ পর্যন্ত রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা।
জোমাটোর শেয়ারে বুলিশ ইঙ্গিত
মর্গ্যান স্টানলি এবং ইলারা ক্যাপিটাল এই দুই ব্রোকারেজ ফার্মই তাঁদের রিপোর্ট প্রকাশ করেছে। ফুড ডেলিভারি ব্যবসা, সংস্থার ভাল ব্যালান্স শিট এবং খুব দ্রুত গ্রোথ সম্পন্ন ব্যবসায়িক ক্ষমতা এই সমস্ত কারণে জোমাটোর (Zomato Share Price) উপর ভরসা রাখবেন বিনিয়োগকারীরা, এমনটাই মনে করছে মর্গ্যান স্ট্যানলি ব্রোকারেজ ফার্ম। তাঁদের এই সাম্প্রতিক রিপোর্টে মর্গ্যান স্ট্যানলি জানিয়েছে যে, ২০২৪-২৫ সালে এই সংস্থার মুনাফা হয়ত কমে যেতে পারে, কিন্তু মাঝারি মেয়াদে এই সংস্থা ভাল মার্জিন দেবে। বিনিয়োগকারীদের রিটার্ন এনে দেবে চমৎকার।
জোমাটোর শেয়ারে টার্গেট বাড়িয়েছে মর্গ্যান স্ট্যানলি
এই গবেষণার প্রতিবেদন অনুসারে, জোমাটোর এই ব্যবসা আগামী কয়েকটি ত্রৈমাসিকে ব্রেক-ইভেন পর্যায়ে রয়েছে। অর্থাৎ এটি খুব শীঘ্রই মুনাফা করতে শুরু করবে। রেস্তোরাঁর ব্যবসার ক্ষেত্রে অন্যান্য সংস্থাগুলির থেকে এখনও জোমাটোর শেয়ারের দাম (Zomato Share Price) অনেকটাই কম এবং এই সংস্থার মধ্যে শক্তিশালী গ্রোথ আউটলুক আছে। মর্গ্যান স্ট্যানলি বিনিয়োগকারীদের জোমাটোর শেয়ার কিনতে বলেছে এবং এর প্রাইস টার্গেট সেট করেছে ২৩৫ টাকায় যা কিনা এখনকার লেভেল থেকে ২১ শতাংশ বেশি।
৪৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে জোমাটোর শেয়ারের দাম
ইলারা ক্যাপিটাল আবার জোমাটোর (Zomato Share Price) শেয়ারের প্রাইস টার্গেট সেট করেছে ২৮৫ টাকা যা কিনা এখনকার লেভেল থেকে ৪৪ শতাংশ বেশি। তবে গবেষণার প্রতিবেদনে ইলারা ক্যাপিটাল জানিয়েছে যে ESOP চার্জে হেরফের ঘটলে এই বৃদ্ধি নাও হতে পারে। তবে ইলারার বক্তব্য যে এই ফুড বিজনেস সংস্থা বেশ ভাল গ্রোথ দেখিয়েছে এই কয়েকটি ত্রৈমাসিকে। ব্লিঙ্ক ইটও বিপুল গ্রোথ দেখিয়েছে এর মধ্যে। প্রোডাক্ট মিক্স, রেভিনিউ, ডেলিভারি চার্জ সব মিলিয়ে ২০০ বেসিস পয়েন্ট বেড়েছে সংস্থার পারফর্ম্যান্স। আর তাই ২৮৫ টাকার টার্গেট প্রাইসে জোমাটোর শেয়ার কেনার পরামর্শ দিচ্ছে ইলারা ক্যাপিটাল।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )
তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড