Personal Loan: পার্সোনাল লোনে বাড়ল সুদের হার, কোন ব্যাঙ্কে কত সুদ দিতে হবে ?
Personal Loan Interest Rate: বেসরকারি ব্যাঙ্কগুলিতে পার্সোনাল লোনে সুদের হার ৩০-৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ব্যাঙ্কগুলির তরফেও এই তথ্য প্রকাশ করা হয়েছে। দেখে নিন কোন ব্যাঙ্কে পার্সোনাল লোনে এখন কত সুদ।
RBI Order: বেসরকারি ব্যাঙ্ক যেমন আইসিআইসিআই ব্যাঙ্ক, কোটাক ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবার পার্সোনাল লোনের উপর তাদের সুদের হার (Personal Loan Interest Rate) বাড়াল। কয়েক মাস আগে থেকে যে সুদের হার চলছিল, এবার তাতে বদল এল। বেসরকারি ব্যাঙ্কগুলি জানিয়েছে, ২০২৩ সালের নভেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের একটি বিবৃতিতে পার্সোনাল লোনকে (Personal Loan) একটি ঝুঁকিপূর্ণ বিষয় হিসেবে বর্ণনার পর থেকেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলি।
কত বেড়েছে সুদের হার
বেসরকারি ব্যাঙ্কগুলিতে পার্সোনাল লোনে সুদের হার ৩০-৫০ বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। ব্যাঙ্কগুলির তরফেও এই তথ্য প্রকাশ করা হয়েছে। দেখে নিন কোন ব্যাঙ্কে পার্সোনাল লোনে এখন কত সুদ দিতে হবে।
HDFC ব্যাঙ্কে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত যেখানে পার্সোনাল লোনে সুদের হার ছিল ১০.৩৫ শতাংশ, সেখানে এপ্রিলে এই সুদের হার বেড়ে হয়েছে ১০.৭৫ শতাংশ।
Kotak Mahindra Bank-এ পার্সোনাল লোনে সুদের হার ১০.৫৫ শতাংশ থেকে বেড়ে ১০.৯৯ শতাংশ হয়েছে।
ICICI ব্যাঙ্কে পার্সোনাল লোন নিতে গেলে আগে যেখানে আপনাকে ১০.৫০ শতাংশ সুদ দিতে হত, সেখানে এখন ১০.৮০ শতাংশ সুদ দিতে হবে।
Axis Bank-এ পার্সোনাল লোনে সুদের হার ১০.৪৯ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১০.৯৯ শতাংশ প্রতি বছরে।
কেন বাড়ল সুদের হার
ভারতের রিজার্ভ ব্যাঙ্ক তাদের পার্সোনাল লোনে রিস্ক ওয়েটেজ গত বছর ২০২৩ সালের নভেম্বরে ১০০ শতাংশ থেকে বাড়িয়ে করেছে ১২৫ শতাংশ। আর ক্রেডিট কার্ড লোনের জন্য ১২৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৫০ শতাংশ। ব্যাঙ্কগুলিকে এই পার্সোনাল লোন মঞ্জুর করার ব্যাপারে আরও বেশি সতর্ক করার জন্য এই ব্যবস্থা নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এই ধরনের লোন খুব বেশি মাত্রায় যাতে মঞ্জুর না করা হয়, সেই পরামর্শসূচক ইঙ্গিত দিতেই এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্কের।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)