Petrol Diesel Price: পেট্রোলের দাম কোথায় বাড়ল, কোথায় কমল ? কলকাতায় কতটা সস্তা জ্বালানি তেল ?
Fuel Price: আজ শুক্রবার ২২ মার্চ দেশের সমস্ত মহানগরগুলিতে সেভাবে দামের কোনও হেরফের দেখা যায়নি। তবে কিছু রাজ্যে দাম কমেছে পেট্রোল-ডিজেলের।
Fuel Price: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ওঠানামার উপরে অনেকটাই নির্ভর করে জ্বালানি তেলের দাম। আজ শুক্রবার ২২ মার্চ সেই অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে ০.৪৮ শতাংশ কমেছে। ব্যারেল প্রতি দাম হয়েছে ৮০.৬৮ ডলার। তবে সারা দেশ জুড়ে পেট্রোল ও ডিজেলের দামে আজ বিশেষ হেরফের নেই। মূলত রাজ্যে রাজ্যে আলাদা আলাদা কর, ভ্যাট, স্থানীয় কর ইত্যাদির কারণে দামের হেরফের হয়। কোথাও দাম (Petrol Diesel Price) কমে, কোথাও দাম বাড়ে। তাছাড়া প্রতিদিনই ভোর ৬টার সময় সেদিনের তেলের দাম কত হল তা প্রকাশ করে সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলি। আজ কত চলছে দাম ? কোথায় দাম কমল দেখে নিন।
আজ শুক্রবার ২২ মার্চ দেশের সমস্ত মহানগরগুলিতে সেভাবে দামের কোনও হেরফের দেখা যায়নি।
কলকাতায় দাম কত
আজ ২২ মার্চ শুক্রবার ভোটের আগে লিটারে ২ টাকা হারে দাম কমানোর পর কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৯৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯০.৭৬ টাকা।
অন্য মহানগরে কোথায় কত দাম
দিল্লিতে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা।
চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ৭৬ টাকা।
মুম্বইয়ে পেট্রোলের (Petrol Diesel Price) লিটার প্রতি দাম ১০৪.২১ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২. ১৫ টাকা।
অন্য শহরে কোথায় দাম বাড়ল, কোথায় কমল
নয়ডায় পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৮৩ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৯৬ টাকা।
লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৬৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৭৬ টাকা।
জয়পুরে আজ ২০ মার্চ পেট্রোলের দাম (Petrol Diesel Price) লিটারে ১০৪.৮৮ টাকা এবং ডিজেলের দাম লিটারে হল ৯০.৩৬ টাকা।
বেঙ্গালুরুতে ২০ মার্চ বুধবার পেট্রোলের দাম হয়েছে ৯৯.৮৪ টাকা লিটারে এবং ডিজেলের দাম হয়েছে লিটারে ৮৫.৯৩ টাকা।
রাজস্থানে কমে গেল VAT
গতকাল বৃহস্পতিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী সারা রাজ্য জুড়ে ২ শতাংশ VAT কমিয়ে দিয়েছেন। আর এর ফলে পেট্রোলের দাম লিটারে ১.৪০ টাকা থেকে ৫.৩০ টাকা পর্যন্ত কমে গিয়েছে। অন্যদিকে ডিজেলের দাম কমেছে ১.৩৪ টাকা থেকে ৪.৮৫ টাকা পর্যন্ত।
আরও পড়ুন: Dividend Stocks: ২৯৫ শতাংশ দাম বেড়েছে ১ বছরের মধ্যেই, এবার আরও সুখবর এই রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ারে