PM Modi 3.0: তৃতীয়বার ক্ষমতায় এসেই ২০ হাজার কোটি টাকা অনুমোদন মোদির, এই খাতে হবে খরচ
PM Kisan Nidhi: এই স্বাক্ষরের ফলে দেশের ৯ কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদি সরকার।
PM Kisan Nidhi: প্রতিশ্রুতি বজায় রাখলেন, তৃতীয়বার ক্ষমতায় (PM Modi 3.0) বসেই কৃষক কল্যাণের তহবিল খরচে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। এদিন PM Kisan Nidhi-র ১৭তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এই স্বাক্ষরের ফলে দেশের ৯ কোটি কৃষক উপকৃত হবেন। পিএম কিষাণ নিধির আওতায় প্রায় 20,000 কোটি টাকা দেবে মোদি সরকার।
কী বললেন প্রধানমন্ত্রী
ফাইলে স্বাক্ষর করার পর, প্রধানমন্ত্রী মোদি বলেন, “আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পরই কৃষক কল্যাণ সম্পর্কিত প্রথম ফাইলে স্বাক্ষর। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি খাতের জন্য আরও বেশি কাজ করে যেতে চাই।”
e-KYC করানো আছে তো ?
পিএম কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojona) প্রকল্পের সুবিধা পেতে তাঁর ১৭তম কিস্তির টাকা পেতে কৃষকদের অবশ্যই তাঁদের অ্যাকাউন্টে e-KYC জমা করতে হবে। এখনও পর্যন্ত কেওয়াইসি জমা না করে থাকলে পিএম কিষাণ পোর্টালে গিয়ে এই কাজটি করে ফেলতে পারেন। বায়োমেট্রিকের ভিত্তিতে বিভিন্ন CSC কেন্দ্রে e-KYC করিয়ে নিতে পারবেন কৃষকরা।
কীভাবে কেওয়াইসির স্ট্যাটাস দেখবেন
এই প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে।
তারপর এর হোম পেজেই দেখতে পাবেন Know Your Status বলে একটা ট্যাব আছে। এই ট্যাবে ক্লিক করতে হবে।
এরপর ক্যাপচা কোড ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করতে হবে পোর্টালে।
কিছু সময়ের মধ্যে স্ক্রিনে আপনি আপনার কিস্তির টাকা ঢুকেছে কিনা তাঁর স্ট্যাটাস দেখতে পাবেন।
২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন ১৬তম কিস্তির টাকা পাওয়ার দিন। এর আগে কেন্দ্র সরকার ৯ কোটিরও বেশি কৃষকের অ্যাকাউন্টে ২১ হাজার কোটি টাকা পাঠিয়েছে। ২০২৩ সালের নভেম্বর মাসে এই প্রকল্পের ১৫তম কিস্তির টাকা ঢুকেছিল কৃষকদের অ্যাকাউন্টে।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
Multibagger Stock: ১০ হাজার থেকেই ১১ লাখ টাকা ! কম সময়েই পকেট ভরিয়েছে এই স্টক- কেনা ছিল ?