Rozgar Mela 2025 : ৫১ হাজার যুবক-যুবতী পাবেন চাকরি, এই দিন প্রধানমন্ত্রী মোদি দেবেন নিয়োগপত্র
PM Modi : ৫১,০০০-এরও বেশি যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী।

PM Modi : ফের একবার প্রধানমন্ত্রীর হাত থেকে নিয়োগপত্র পাবেন যুবক-যুবতীরা। আগামী ১২ জুলাই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দফতর ও সংস্থায় নবনিযুক্ত ৫১,০০০-এরও বেশি যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রধানমন্ত্রী। শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে।
সারা দেশে রোজগার মেলা
১৬তম রোজগার মেলা সারা দেশের ৪৭টি স্থানে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও বিভাগগুলিতে এই নিয়োগের প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিবৃতি বলছে, দেশজুড়ে নির্বাচিত নতুন নিয়োগপ্রাপ্তরা রেল মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, ডাক বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, আর্থিক পরিষেবা বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক সহ অন্যান্য দফতরে ও মন্ত্রকে যোগদান করবেন।
কেন এই রোজগার মেলা
ক্ষমতায় এসেই দেশে কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন বাস্তবে রূপ দিতে রোজগার মেলা চলে। যুবসমাজের ক্ষমতায়ন ও জাতি গঠনে অংশগ্রহণের জন্য অর্থপূর্ণ সুযোগ প্রদানে রোজগার মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করে সরকার। পরিসংখ্যান বলছে, সারা দেশে রোজগার মেলার মাধ্যমে এখনও পর্যন্ত ১০ লক্ষেরও বেশি নিয়োগপত্র দেওয়া হয়েছে।
সারা দেশ থেকে নিয়োগপ্রাপ্তদের নির্বাচন করা হয়েছে ও তারা বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা পালন করবেন। সরকারি কর্মীবাহিনীকে আরও শক্তিশালী করবেন ও দেশের উন্নয়ন লক্ষ্য অর্জনে অবদান রাখবেন।
কবে শুরু হয়েছিল এই মেলার
প্রধানমন্ত্রী মোদি ২২ অক্টোবর, ২০২২ তারিখে রোজগার মেলার সূচনা করেছিলেন। আরও কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রতিশ্রুতির অংশ হিসেবে এই মেলা শুরু করা হয়েছিল। এই উদ্যোগ বিভিন্ন সরকারি বিভাগ ও সংস্থায় নিয়োগ প্রক্রিয়াকে দ্রুততর করতে সাহায্য করেছে।
এটি স্কুল, হাসপাতাল, রেলওয়ে স্টেশন, পুলিশ স্টেশন এবং কর অফিসে নাগরিক পরিষেবাও উন্নত করেছে এবং সময়মতো নিয়োগের মাধ্যমে নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করেছে কারণ পদ খালি থাকতে দেওয়া হয় না। রোজগার মেলার ফলে নির্বাচন প্রক্রিয়াও ত্বরান্বিত হয়েছে যাতে নিয়োগে অযথা বিলম্ব না হয়, যার ফলে বিভিন্ন বিভাগে সরকারি পরিষেবা প্রদানে ধীরগতি দেখা দেয়।






















