PNB Account: ২৬ মার্চের আগেই করতে হবে এই জরুরি কাজ; নাহলে বন্ধ হতে পারে অ্যাকাউন্ট ! এই ব্যাঙ্কের নির্দেশ
PNB Account Holders: ব্যাঙ্ক সকল গ্রাহককে সতর্ক করে জানিয়েছে যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে কেওয়াইসি জমা না করালে অ্যাকাউন্ট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে।

Punjab National Bank: এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের জানানো হয়েছে যে আগামী ২৬ মার্চ ২০২৫-এর মধ্যেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে। তা না হলে কিছুদিনের মধ্যেই গ্রাহকদের (KYC Update) অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে। অবিঘ্নিত ব্যাঙ্কিং পরিষেবা পাওয়ার জন্য গ্রাহকদের কেওয়াইসি জমা করাতে হবে ব্যাঙ্কে। বিগত ৩১ ডিসেম্বর ২০২৪-এ জমা করানোর কথা ছিল কেওয়াইসি, কিন্তু যারা এই নির্দিষ্ট দিনের মধ্যে এই নথি জমা করাননি তাদের জন্যই এবার কেওয়াইসি জমা করার শেষ দিন বাড়ানো হয়েছে ২৬ মার্চ পর্যন্ত। এমনটাই নির্দেশ দিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB Account)।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের অনুরোধ করা হয়েছে যাতে তারা তাদের আপডেটেড নথি অর্থাৎ আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, সাম্প্রতিক ছবি, প্যান কার্ড বা ফর্ম ৬০, আয়ের প্রুফ, রেজিস্টার্ড মোবাইল নম্বর ইত্যাদি তথ্য উল্লেখ করে নতুন কেওয়াইসি জমা করতে হবে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে শাখায় আপনার অ্যাকাউন্ট রয়েছে, সেই শাখায় গিয়ে আপনাকে এই কেওয়াইসি (KYC Update) জমা দেওয়ার কাজটি করতে হবে। এছাড়া আপনি চাইলে ঘরে বসে পিএনবি ওয়ান মোবাইল অ্যাপ কিংবা ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিসের মাধ্যমেও এই কাজ করাতে পারেন। তবে এক্ষেত্রে ইমেলের মাধ্যমে সমস্ত নথিগুলি পাঠাতে হবে।
ব্যাঙ্ক সকল গ্রাহককে সতর্ক করে জানিয়েছে যে এই নির্দিষ্ট তারিখের মধ্যে কেওয়াইসি জমা না করালে অ্যাকাউন্ট পরিচালনায় বিঘ্ন ঘটতে পারে। আর এই বিঘ্ন দূর করতে চাইলে নিকটবর্তী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শাখায় যেতে হবে আপনাকে কিংবা যেতে হবে এই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পক্ষ থেকে আরও একটি সতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে যাতে কোনও গ্রাহক কেওয়াইসি আপডেটের নামে পাঠানো কোনও অনৈতিক লিঙ্ক বা ফাইলে ক্লিক না করেন বা মোবাইলে কোনও অ্যাপ ডাউনলোড না করেন। কেবলমাত্র অফিসিয়াল ব্যাঙ্কিং চ্যানেলকেই ভরসা করতে পারবেন গ্রাহকরা। নাহলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনিও।
অ্যাপের মাধ্যমে কীভাবে জমা করবেন কেওয়াইসি
প্রথমেই গুগল প্লে স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করে নিন।
আপনার তথ্য দিয়ে লগ ইন করুন।
অ্যাপের কেওয়াইসি আপডেট সেকশনে চলে যান।
কেওয়াইসি আপডেট বকেয়া আছে কিনা দেখে নিন।
পেন্ডিং দেখালে 'আপডেট' বাটনে ক্লিক করুন।
ওটিপি ভিত্তিক আধার অথেন্টিকেশন সফল হলে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে।






















