Jhunjhunwala Portfolio: এই স্টকগুলোতে বিনিয়োগ করেই ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা, দেখে নিন কী কী রয়েছে তালিকায়
Rakesh Jhunjhunwala: ভারতীয় শেয়ার বাজারের 'ওয়ারেন বাফে' বলা হয় তাঁকে। রবিবারই প্রয়াত হয়েছেন দালাল স্ট্রিটের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা। তিনি কোনও স্টকে বাজি রাখলে, সেই স্টকই নতুন উচ্চতায় ওঠে।
Rakesh Jhunjhunwala: ভারতীয় শেয়ার বাজারের 'ওয়ারেন বাফে' বলা হয় তাঁকে। রবিবারই প্রয়াত হয়েছেন দালাল স্ট্রিটের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা। বলা হয়, তিনি কোনও স্টকে বাজি রাখলে, সেই স্টকই নতুন উচ্চতায় ওঠে। তাঁর বিনিয়োগের ধরণ অনুসরণ করেন বহু বিনিয়োগকারী। জেনে নিন, কোন কোন স্টকে বিনিয়োগ করে ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। কোন কোম্পানিতে অর্থ বিনিয়োগ করেছেন তিনি।
Jhunjhunwala Portfolio: এসব কোম্পানিতে বিনিয়োগ রয়েছে ঝুনঝুনওয়ালার
ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড
ইন্ডিয়াবুলস রিয়েল এস্টেট লিমিটেড
কানারা ব্যাঙ্ক
ফেডারেল ব্যাঙ্ক লিমিটেড
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ SAIL (Steel Authority of India Ltd-SAIL)
টাইটান কোম্পানি লিমিটেড
টাটা কমিউনিকেশনস লিমিটেড
এসকর্টস লি
অটোলাইন ইন্ডাস্ট্রিজ লি
ম্যান ইনফ্রা কনস্ট্রাকশন লিমিটেড
TV18 ব্রডকাস্ট লিমিটেড
এনসিসি লিমিটেড
ওরিয়েন্ট সিমেন্ট লিমিটেড
প্রকাশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড
বিলকেয়ার লিমিটেড
ডিবি রিয়েলটি লিমিটেড
প্রোজোন ইন্টু প্রোপার্টিজ লিমিটেড
জুবিল্যান্ট ফার্মোভা লিমিটেড
ডেল্টা কর্পোরেশন লিমিটেড
নাজারা টেকনোলজিস লিমিটেড
অনন্ত রাজ লিমিটেড
প্রকাশ পাইপস লিমিটেড
ইন্ডিয়ান হোটেল কোম্পানি লিমিটেড
ভিএ টেক ওয়াবাগ লিমিটেড
এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
ওখার্ড লিমিটেড
ডিশম্যান কার্বোজেন অ্যামসিস লিমিটেড
এগ্রো টেক ফুডস লিমিটেড
ক্রিসিল লিমিটেড
জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড
অ্যাপটেক লিমিটেড
টাটা মোটরস লিমিটেড
ফোর্টিস হেলথকেয়ার লিমিটেড
রেলিস ইন্ডিয়া লিমিটেড
জুবিল্যান্ট ইনগ্রেভিয়া লিমিটেড
ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্স লিমিটেড
টার্ক লিমিটেড
দ্য মান্ধানা রিটেইল ভেঞ্চারস লিমিটেড
করুরবৈশ্য ব্যাঙ্ক লিমিটেড
Rakesh Jhunjhunwala's Early life: কীভাবে শুরু করেছিলেন শেয়ার বাজারে ?
দেশের অন্যতম ধনী ব্যক্তির শুরুটা মসৃণ ছিল না। শেয়ার বাজারে অনেক 'ঠেকে শিখেছেন' তিনি। অনেক ইন্টারভিউতে নিজেই সেই কথা বলেছেন ঝুনঝুনওয়ালা। বড় শিল্পপতির মতো 'সোনার চামচ' মুখে নিয়ে জন্মাননি তিনি। ১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত ঘরে জন্ম হয়েছিল তাঁর। তবে শেয়ার বাজারের প্রতি আগ্রহটা জন্মেছিল তাঁর বাবার কথা শুনে। বাবার মুখে দালাল স্ট্রিটের উত্থান-পতন মনে ধরেছিল তরুণ রাকেশের। সেই থেকেই ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা কাজ করতে শুরু করে ঝুনঝুনওয়ালার মনে। কলেজ জীবনেই মাত্র ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে হাতেখড়ি। সেই আমানত দেখতে দেখতে বদলে যায় ৫.৫ বিলিয়নে। অন্তত সেই কথাই বলছে ফোর্বস ম্যাগাজিন।
Rakesh Jhunjhunwala : কোন স্টক বদলে দেয় জীবন ?
১৯৮৫ সালে শেয়ার বাজারে হাতেখড়ি হলেও ঝুনঝুনওয়াল স্টক মার্কেটে উত্থান ঠিক তার পরের বছর। শোনা যায়, ১০৮৬-তে টাটা টি-এর স্টকে নজর যায় তাঁর। কোম্পানির ভবিষ্য বুঝতে অসুবিধা হয়নি রাকেশের। মাত্র ৪৩ টাকার টাটা টি-র শেয়ার কিনতেই বদলে যায় সবকিছু। তিম মাসের মধ্যে সেই শেয়ার পৌঁছে যায় ১৪৩ টাকায়। তিন গুণ লাভের মুখে দেখেন ঝুনঝুনওয়ালা। পরের তিন বছরে যা তাঁকে ২০-২৫ লক্ষ টাকা আয়ের পথ দেখায়। এরপর থেকেই ঘুরে যায় ভাগ্যের চাকা।