Raymond Share: একদিনেই ৬৫ শতাংশ ধস এই শেয়ারে, বড় লোকসান বিনিয়োগকারীদের- কী ঘটেছে ?
Raymond Stock Price Crash: গতকাল বাজার বন্ধের সময় এই স্টকের দাম ছিল ১৫৬১.৩০ টাকা আর সেখানে আজ রেমন্ড স্টকের দাম ৬৫ শতাংশ কমে গিয়ে ৫৫৬.৪৫ টাকায় নেমে আসে।

Stock Market: রেমন্ড লিমিটেড সংস্থার শেয়ারে আজ বুধবার বিরাট ধস। এক দিনেই শেয়ারের দাম ১ হাজার টাকা অর্থাৎ ৬৫ শতাংশ কমে গিয়েছে। তবে এই সংস্থা সম্পর্কে কোনও নেতিবাচক খবর আসেনি ফান্ডামেন্টাল (Raymond Stock Price Down) নিয়ে, তবে টেকনিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণেই এই ধস নেমেছে শেয়ারের দামে। আগেই জানা গিয়েছি রেমন্ড সংস্থা তাদের রিয়েলটি ব্যবসা আলাদা করছে রেমন্ড রিয়েলটি নামে। আর এই কারণেই বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে ব্যাপক সেল অফ এসেছে আজ এই শেয়ারে।
গতকাল বাজার বন্ধের সময় এই স্টকের দাম ছিল ১৫৬১.৩০ টাকা আর সেখানে আজ রেমন্ড স্টকের দাম ৬৫ শতাংশ কমে গিয়ে ৫৫৬.৪৫ টাকায় (Raymond Stock Price Down) নেমে আসে। ডিমার্জারের একদিন আগেই এই বড় পতন দেখা যায় স্টকের দামে। এই সময় থেকেই রেমন্ডের শেয়ার তাদের রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে ফ্যাক্টরিং বন্ধ করে দিয়েছে।
কী ঘটেছে
বিগত ১ মে রেমন্ডের শেয়ারের ডিমার্জার সম্পন্ন হয়েছে আর তার পরে আজ ১৪ মে ছিল রেমন্ড রিয়েলটির শেয়ার কে পাবেন তা নির্ধারণের শেষ দিন। অনুমোদিত প্রকল্পের অধীনে বিনিয়োগকারীরা রেমন্ড লিমিটেডের প্রতিটি শেয়ারের জন্য রেমন্ড রিয়েলটির একটি করে শেয়ার পাবেন। এই গ্রুপের জন্য এটি দ্বিতীয় বৃহত্তম ডিমার্জার প্রক্রিয়া। এর আগে রেমন্ড লাইফস্টাইল ব্যবসাও আলাদা করা হয়েছে সংস্থা থেকে। আগের বছর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে স্টক এক্সচেঞ্জে আলাদাভাবে রেমন্ড লাইফস্টাইলের স্টক তালিকাভুক্ত হয়।
রেমন্ডের রিয়েল এস্টেট শাখা এখন সংস্থা থেকে পৃথক হয়ে গিয়েছে। সেপ্টেম্বর ত্রৈমাসিকের মধ্যে এই বছরেই আলাদাভাবে স্টক এক্সচেঞ্জে এই রিয়েলটি স্টক তালিকাভুক্ত হতে পারে বলেই ধারণা করা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত রেমন্ডের স্টক কেবলমাত্র ব্যবসার নয়-রিয়েলটি সেগমেন্টকেই প্রতিফলিত করবে। ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে রেমন্ড সংস্থা ৭৬৬ কোটির মুনাফা করেছে। ইয়ার-অন-ইয়ার বেসিসে ১৩ শতাংশ বেড়েছে এই মুনাফা আগের বছরের তুলনায়। এছাড়াও ২৫.৩ শতাংশ মার্জিন নিয়ে দারুণ ১৯৪ কোটির এবিটডা অর্জন করেছে রেমন্ড।
অন্যদিকে রেমন্ড রিয়েলটি থানের থেকে ব্যাপ্তি বাড়াচ্ছে ক্রমশ। ইতিমধ্যে জানা গিয়েছে মাহিম ও ওয়াডালার সঙ্গে দুটি নতুন জয়েন্ট ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে রেমন্ড রিয়েলটি যার মোট মূল্য ৬৮০০ কোটি টাকা।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)






















