RBI Action: টাকা জমা নিয়ে অভিযোগ, এই ব্যাঙ্ককে ৬০ লক্ষ টাকার জরিমানা করল RBI
South Indian Bank Penalty: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে, এর মাধ্যমে এই ব্যাঙ্ককে ৫৯.২০ লক্ষ টাকার জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক।
RBI Penalty: দেশের সমস্ত ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কাজ করে এই রিজার্ভ ব্যাঙ্ক। সময়ে সময়ে জানা যায় কিছু কিছু ব্যাঙ্ককে জরিমানা (RBI Action) ধার্য করে থাকে এই রিজার্ভ ব্যাঙ্ক। ব্যাঙ্কিং পরিষেবা আইনের নিয়ম নীতি না মানা এর অন্যতম কারণের মধ্যে পড়ে। সম্প্রতি জানা গিয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাঙ্ককেও (RBI Penalty) লক্ষ লক্ষ টাকা জরিমানা ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। কোন ব্যাঙ্কের উপর করা পদক্ষেপ ?
প্রায় ৬০ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে, এর মাধ্যমে এই ব্যাঙ্ককে ৫৯.২০ লক্ষ টাকার জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। টাকা জমার উপর সুদ না দেওয়ার অভিযোগ উঠেছে এই ব্যাঙ্কের বিরুদ্ধে। এমনকী ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা নিয়েও বহু অভিযোগ উঠেছে যা কিনা ব্যাঙ্কিং পরিষেবা আইন লঙ্ঘন করেছে। আর তাই কড়া পদক্ষেপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০২৩ সালের ৩১ মার্চ এই ব্যাঙ্কের আর্থিক অবস্থা বোঝার জন্য ব্যাঙ্কের মোট বাজার মূলধনের অডিট করেছিল রিজার্ভ ব্যাঙ্ক।
নোটিশ জারি করেছে আরবিআই
রিজার্ভ ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনের অপরাধ জানিয়ে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্ককে একটি নোটিশ জারি করা হয়েছে। আর এই নোটিশের জবাবে ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো তথ্য এবং ব্যক্তিগত শুনানির সময় ব্যাঙ্ক আধিকারিকের বয়ান পর্যালোচনা করে রিজার্ভ ব্যাঙ্ক দেখেছে যে এই ব্যাঙ্কের উপর ওঠা সমস্ত অভিযোগ আদপেই সত্য, আর তাই আর্থিক জরিমানা ধার্য করা হয়েছে ব্যাঙ্কের বিরুদ্ধে।
কেন জরিমানা করা হল
এসএমএস, ইমেল বা চিঠির মাধ্যমে গ্রাহকদের এই ব্যাঙ্ক কিছু জানায়নি যে তাদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্সের অভাব রয়েছে, সেই ন্যূনতম ব্যালেন্স বজায় রাখাও হয়নি সেইসব অ্যাকাউন্টে। আর এই ঘটনার প্রেক্ষিতেই সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কী জানিয়েছে আরবিআই
স্ট্যাটুটরি এবং রেগুলেটরি নিয়ম লঙ্ঘনের অপরাধে এই জরিমানা ধার্য করা হয়েছে সাউথ ইন্ডিয়ান ব্যাঙ্কের উপরে। এর মাধ্যমে ব্যাঙ্কের কোনো চুক্তি বাতিল বা লেনদেন বাতিল করা হবে না বলেই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।