RBI MPC Meeting: উৎসবের মরসুমে ব্যয়বহুল হবে EMI, রেপো রেট ০.৫০ শতাংশ বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক
Reserve Bank Of India: দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ফের একবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। উৎসবের মরসুমে ব্যয়বহুল হতে চলেছে EMI।
Reserve Bank Of India: দেশের মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে রাখতে ফের একবার রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। উৎসবের মরসুমে ব্যয়বহুল হতে চলেছে EMI। আজ রেপো রেট ০.৫০ শতাংশ বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
RBI MPC Meeting: কত বাড়ল রেপো রেট ?
এই ঘোষণার পরে উৎসবের মরসুমে আপনার ইএমআই আরও ব্যয়বহুল হয়ে উঠবে। চলতি বছরে এই নিয়ে আরবিআই টানা চতুর্থবার রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ আরবিআই-এর আর্থিক নীতি ঘোষণার পর রেপো রেট ৫.৪০ শতাংশ থেকে বেড়ে ৫.৯০ শতাংশ হল। এদিন রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। RBI-এর মুদ্রানীতির বৈঠকের পর এই ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। এখন ৫ মাসে ১. ৯০ শতাংশ বাড়ল রেপো রেট।
Repo Rate : আপনার ওপর কী প্রভাব ?
আরবিআই-এর এই সিদ্ধান্তের পর হোম লোন থেকে গাড়ি লোন, এডুকেশন লোন আরও ব্যয়বহুল হবে। অন্যদিকে, যারা ইতিমধ্যেই হোম লোন নিয়েছেন, তাদের ইএমআই আরও ব্যয়বহুল হবে। মুদ্রানীতি কমিটির বৈঠকের তিন দিন পর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরবিআই গভর্নর।
Reserve Bank Of India: কবে থেকে বৈঠক শুরু ?
গত ২৮ সেপ্টেম্বর থেকে মুদ্রানীতি কমিটির বৈঠক শুরু হয়। অগাস্টে খুচরো মূদ্রাস্ফীতির হার হয়েছে ৭ শতাংশ। যে কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে আরবিআইকে। ৪ শতাংশের মধ্য়ে এই হার আনতে চাইছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
Repo Rate : কী বললেন রিজার্ভ ব্য়াঙ্কের গভর্নর ?
এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর বলেন, ''গত দু'বছর দেশ বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশ। কোভিডের পরবর্তীকালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিরূপ প্রভাব ফেলেছে বিশ্ব অর্থনীতির ওপরে । সেই ক্ষেত্রে বাদ পড়েনি ভারতও। তবে অন্যান্য দেশের অর্থনৈতিক অবস্থার থেকে অনেক ভাল অবস্থায় রয়েছে আমাদের দেশ ''
আরও পড়ুন: Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার