RBI’s New Guidelines: ক্রেডিট-ডেবিট কার্ড নিয়ে রিজার্ভ ব্যাঙ্কের নয়া নিয়ম, জেনে নিন এখনই
Credit Card Guidelines: এবার থেকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন বা ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিও নির্দিষ্ট পদ্ধতি মেনে ও আগাম অনুমতি নিয়ে ক্রেডিট ও ডেবিট কার্ড প্রদান করতে পারবে।
নয়াদিল্লি: ক্রেডিট ও ডেবিট কার্ড নিয়ে এই বছরের জন্য নতুন নির্দেশিকা প্রকাশ করল ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক (Reserve Bank of India)। ব্যাঙ্ক আগেই ক্রেডিট কার্ড দিতে পারত গ্রাহকদের। এবার থেকে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন বা ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিও নির্দিষ্ট পদ্ধতি মেনে ও আগাম অনুমতি নিয়ে ক্রেডিট ও ডেবিট কার্ড প্রদান করতে পারবে।
কবে থেকে বহাল নিয়ম:
২০২২ সালে পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে নতুন নিয়ম। নির্দেশিকার আওতায় যারা পড়ছে তাদের সবাইকে রিজার্ভ ব্যাঙ্কের ঠিক করে দেওয়া সমস্ত গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
কারা নেই তালিকায়:
এই নির্দেশিকার বাইরে থাকছে বিভিন্ন পেমেন্ট ব্য়াঙ্কগুলি। স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক এই নির্দেশিকার বাইরে রয়েছে।
আরও একাধিক নিয়ম:
ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য ওই সংস্থার বোর্ডের অনুমতিও নিতে হবে। ক্রেডিট কার্ড অপারেশনের (credit card operations) যাবতীয় তথ্য খতিয়ে দেখতে একটি অডিট কমিটিও তৈরি করতে হবে বলে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। ওই অডিট কমিটি বছরে দুইবার (half-yearly basis) গোটা বিষয়টি খতিয়ে দেখবে।
KYC-তেও কড়া নজর:
RBI-এর তরফে KYC নিয়ে সময়ে সময়ে যা নির্দেশ দেওয়া হবে, সেগুলিও ঠিকমতো মেনে চলতে হবে ব্যাঙ্ক এবং NBFC-গুলিকে।
কারা কার্ড দিতে পারবে?
নথিভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক, যাঁদের net worth ১০০ কোটি টাকা বা তার উপরে। তারাই স্বাধীনভাবে অথবা অন্য কোনও ব্য়াঙ্ক বা ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে মিলে কার্ড ব্যবসা করতে পারবে। ব্যাঙ্ক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্ড ব্যবসার আগে রিজার্ভ ব্য়াঙ্কের থেকে অনুমতি অবশ্যই প্রয়োজন।
গ্রাহকদের দেওয়া পরিষেবার ক্ষেত্রেও একাধিক শর্ত ও নিয়মের কথা জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে।
আরও পড়ুন: সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৫ পরিবর্তন, না জানলে আপনার ক্ষতি