Sukanya Samriddhi Yojana: সুকন্যা সমৃদ্ধি যোজনায় ৫ পরিবর্তন, না জানলে আপনার ক্ষতি
Sukanya Samriddhi Yojana: সরকারি সুরক্ষার পাশাপাশি দিচ্ছে অন্যদের তুলনায় বেশি সুদ। সুকন্যা সমৃদ্ধি যোজনায় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল সরকার।
Sukanya Samriddhi Yojana: সরকারি সুরক্ষার পাশাপাশি দিচ্ছে অন্যদের তুলনায় বেশি সুদ। পোস্ট অফিসের (Post Office)সুকন্যা সমৃদ্ধি যোজনায়(Sukanya Samriddhi Yojana)দিনে ৪১৭ টাকা রাখলে মেয়াদ শেষে পাবেন ৬৩.৬৫ লক্ষ টাকা।৭.৬ শতাংশ সুদে এই বিপুল টাকা আসবে আমানতকারীর ঘরে। তবে শুধু পোস্ট অফিসই নয়, ব্যাঙ্কেও করা যেতে পারে এই অ্যাকাউন্ট।
Sukanya Samriddhi Yojana: এই স্কিম আসলে কী ?
সুকন্যা সমৃদ্ধি যোজনা হল ভারত সরকার পরিচালিত একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প। কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি দেশের মহিলা ও মেয়েদের উন্নতির জন্য অনেকগুলি পরিকল্পনা চালায়৷ এই সব পরিকল্পনার উদ্দেশ্য হল মহিলা ও মেয়েদের স্বাবলম্বী করে তোলা। কন্যা শিশুর জন্ম থেকে তার বিয়ে পর্যন্ত খরচের জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা চালায়। এরকম একটি প্রকল্পের নাম সুকন্যা সমৃদ্ধি যোজনা। এটি একটি সেভিংস অ্যাকাউন্ট যা 0 থেকে 10 বছর বয়সী কন্যাশিশুর জন্য খোলা হয়।
Sukanya Samriddhi Yojana: এই স্কিমে সরকার 7.6 শতাংশ হারে সুদ দেয়। সম্প্রতি, সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা সেভিংস অ্যাকাউন্টে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। জেনে নিন সেই পরিবর্তনগুলো
1. নিষ্ক্রিয় হবে না অ্যাকাউন্ট
নিয়ম অনুসারে, প্রতি আর্থিক বছরে বিনিয়োগকারী এই অ্যাকাউন্টে ন্যূনতম 250 টাকা ও সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন। একটি আর্থিক বছরে অর্থ জমা না করার ক্ষেত্রে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হয়। তবে, সরকার এই নিয়মে পরিবর্তন করেছে। যদি কেউ একটি আর্থিক বছরে 250 টাকা জমা না করে তবে অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা হবে না। এই পরিস্থিতিতে অ্যাকাউন্টে জমা হওয়া টাকার উপর সুদ জমা হতে থাকবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত।
2. তৃতীয় সন্তানের জন্য বিনিয়োগের ক্ষেত্রেও কর ছাড়ের সুবিধা
আগে সরকার কেবল দুই মেয়ের জন্য এই অ্যাকাউন্ট খোলার অনুমতি দিত। এবার সেই নিয়মে বদল এনেছে সরকার। এখন এক কন্যার জন্মের পর দুটি যমজ কন্যা, তাহলে আপনি SSY অ্যাকাউন্ট খোলার সুবিধা পাবে। এর পাশাপাশি এতে বিনিয়োগের পরিমাণের ওপরও কর ছাড় পাওয়া যাবে।
3. কন্যা ১৮ বছরের পর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে
সরকার আগে SSY অ্যাকাউন্ট পরিচালনার জন্য 10 বছর বয়স নির্ধারণ করেছিল। সরকার এখন এই নিয়মে পরিবর্তন করেছে। এখন কেবল কন্যাশিশুই 18 বছরের পর অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে। আগে অ্যাকাউন্টটি অভিভাবকরা পরিচালনা করতেন।
4. অ্যাকাউন্ট বন্ধ করার নিয়মে পরিবর্তন
যদি কোনও কন্যাশিশুর বাবা-মা অ্যাকাউন্টের মেয়াদপূর্তির আগেই মারা যান, তবে এমন পরিস্থিতিতে অ্যাকাউন্টটি সহজেই বন্ধ করা যেতে পারে। এ ছাড়াও কন্যাশিশুর যদি কোনও প্রাণঘাতী রোগ হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট বন্ধ করা যেতে পারে।
5. এই সময়ে অ্যাকাউন্টে সুদ জমা হবে
সরকার এখন সুকন্যা সমৃদ্ধি যোজনার আমানতের উপর বছরের শেষে অর্থাৎ আর্থিক বছরের শেষে সুদ দেবে। এই সকন্যা সমৃদ্ধি স্কিমে সরকার প্রতি বছর 7.6 শতাংশ হারে সুদ দেয়।
আরও পড়ুন : 7th Pay Commission: পেনশনের নিয়মে বড় পরিবর্তন , ১.২৫ লাখ টাকা পর্যন্ত পাবে সন্তান