Rekha Jhunjhunwala: এই পিএসইউ ব্যাঙ্কের শেয়ারে স্টেক কমালেন রেখা ঝুনঝুনওয়ালা, বাজারে কী প্রভাব পড়বে ?
Rekha Jhunjhunwala Portfolio: মাল্টিব্যাগার স্টক এই কানারা ব্যাঙ্কে রেখা ঝুনঝুনওয়ালা ৬২ বেসিস পয়েন্ট স্টেক কমিয়ে ফেলেন। এছাড়াও আরেকটি স্মলক্যাপ স্টকে নিজের স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা।
Share Market: ভারতের অন্যতম ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার মৃত্যুর পর তাঁর পোর্টফোলিওর বেশিরভাগ অংশই দক্ষ হাতে সামলান তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)। সম্প্রতি জানা গিয়েছে, রেখা ঝুনঝুনওয়ালা তাঁর পোর্টফোলিওতে কিছু রদবদল করেছেন। একটি পিএসইউ ব্যাঙ্কের শেয়ারে স্টেক কমিয়েছেন তিনি এবং একইসঙ্গে একটি স্মলক্যাপ সংস্থার শেয়ারেও স্টেক কমিয়েছেন। ২০২৩-২৪ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে পোর্টফোলিও থেকে কানারা ব্যাঙ্কের শেয়ার এবং স্মলক্যাপ সংস্থা রাঘব প্রোডাক্টিভিটি এনহ্যান্সারের শেয়ারে স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা (Rekha Jhunjhunwala)।
মাল্টিব্যাগার স্টক এই কানারা ব্যাঙ্কে রেখা ঝুনঝুনওয়ালা ৬২ বেসিস পয়েন্ট স্টেক কমিয়ে ফেলেন। আগের ত্রৈমাসিকে যেখানে এই ব্যাঙ্কে রেখার (Rekha Jhunjhunwala) স্টেক ছিল ২.০৭ শতাংশ, সেখানে বর্তমানে তাঁর স্টেক কমে দাঁড়িয়েছে ১.৪৫ শতাংশে। নিফটি ব্যাঙ্কের সূচকের পারফরম্যান্সকেও ছাপিয়ে গিয়েছে এই শেয়ারের রিটার্ন। গত এক বছরে ১১৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই কানারা ব্যাঙ্কের শেয়ার। নিফটি ব্যাঙ্কের সূচক সেখানে মাত্র ১৮ শতাংশ রিটার্ন দিয়েছে গত অর্থবর্ষে।
গতকাল এই কানারা ব্যাঙ্কের (Canara Bank) শেয়ার ০.৬২ শতাংশ বেড়ে বন্ধ হয় ৬১১.৯৫ টাকায়। এখন এই সংস্থার বাজার মূলধন দাঁড়িয়ে আছে ১.১১ লাখ কোটিতে।
এছাড়াও আরেকটি স্মলক্যাপ স্টকে নিজের স্টেক কমিয়েছেন রেখা ঝুনঝুনওয়ালা। ২০২৩-২৪ অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে রাঘব প্রোডাক্টিভিটির (Raghav Productivity) শেয়ারে রেখার স্টেক যেখানে ছিল ৫.১২ শতাংশ, সেখানে শেষ ত্রৈমাসিক স্টেক কমিয়ে এখন রেখা ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওতে এই সংস্থার শেয়ারে ৫.০৬ শতাংশ স্টেক আছে। এই বছর ১৫ শতাংশ কমেছে এই শেয়ারের দাম আর ৪৫ শতাংশ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। শুধু রেখা ঝুনঝুনওয়ালাই নয়, বরং এই স্মলক্যাপ স্টকে বিনিয়োগ আছে আশিস কাচোলিয়া, মুকুল আগরওয়ালের মত ধনকুবেরদেরও।
রাঘব প্রোডাক্টিভিটি সংস্থা মূলত হোয়াইট সিলিকা, কাস্টিং পাউডার, হোয়াইট র্যামিং মাস এবং কোয়ার্টজ সিলিকা মাস ইত্যাদি প্রস্তুত করে থাকে। জয়পুরে তৈরি হওয়া এই সংস্থার শেয়ার ভারতের বাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে।
২০২৪ সালে ৩১ মার্চ প্রকাশ হওয়া কর্পোরেট শেয়ারহোল্ডিং তথ্য অনুসারে, মোট ২৫টি স্টকে বিনিয়োগ আছে রেখা ঝুনঝুনওয়ালার যার মোট মূল্য ৪২,২৫৩.৪ কোটি টাকা। এই পোর্টফোলিওর মধ্যে আছে এনসিসি, টাইটান, নাজারা টেকনোলজি, টাটা মোটরস, টাটা কমিউনিকেশনস, ফর্টিস হেলথকেয়ার ইত্যাদি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Indigo Airlines: রেকর্ড গড়ল ইন্ডিগো, হু হু করে বাড়ল শেয়ারের দাম