স্বাস্থ্যক্ষেত্রেও এবার AI-সুবিধা, মুম্বইতে বিশ্বসেরা মেডিকেল সিটি বানাবে রিলায়েন্স ফাউন্ডেশন
রিলায়েন্স ফাউন্ডেশন মুম্বইতে ২০০০ বেডের একটি মেডিকেল সিটি তৈরি করবে, যেখানে এআই-চালিত ডায়াগনস্টিকস, উন্নত প্রযুক্তি এবং একটি মেডিকেল কলেজ থাকবে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জনকল্যাণকর শাখা রিলায়েন্স ফাউন্ডেশন মুম্বইতে একটি মেডিকেল সিটি তৈরি করতে চলছে। ২ হাজার শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল তৈরি করতে চলেছে রিলায়েন্স যা ভারেত্র স্বাস্থ্যক্ষেত্রকে একটি নতুন দিশা দেখাবে। বেসরকারি স্বাস্থ্যসেবা প্রকল্পগুলির মধ্যে অন্যতম হতে চলেছে এই হাসপাতাল।
২৯ অগস্ট রিলায়েন্স ফাউন্ডেশনের ৪৮তম বার্ষিক সাধারণ সভায় রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন নীতা অম্বানি এই ঘোষণা করেছেন।
তিনি বলেছেন, 'এটি শুধুমাত্র একটি সাধারণ হাসপাতাল হবে না। এটি হবে ভারতের স্বাস্থ্যসেবা উদ্ভাবনের নতুন আলোকবর্তিকা। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ডায়াগনস্টিকস, উন্নত চিকিৎসা প্রযুক্তি এবং বিশ্বজুড়ে সেরা কিছু ডাক্তার একত্রিত হতে চলেছে। যা বিশ্বমানের চিকিৎসা দিতে প্রস্তুত থাকবে।'
View this post on Instagram
এও জানান হয় এই মেডিকেল সিটি কেবল চিকিৎসার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না। এখানে একটি মেডিকেল কলেজও থাকবে যা পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ ও লালন-পালনের জন্য ডিজাইন করা হয়েছে। নীতা অম্বানি এও বলেন, এই প্রকল্প শুধু ভারতকেই গর্বিত করবে না, বরং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনও করবে।
মুম্বাইয়ের স্যার এইচএন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের ১০ বছরের পূর্তি উপলক্ষেও এই ঘোষণা। দেশের শীর্ষস্থানীয় মাল্টি-স্পেশালিটি হাসপাতালগুলির মধ্যে স্থান করে নেওয়া এই হাসপাতালের প্রতিষ্ঠার পর থেকে ইতিমধ্যেই ৩৩ লক্ষেরও বেশি রোগীর চিকিৎসা করা হয়েছে।
ইতিমধ্যেই এই হাসপাতালটি 'জীবন' নামের একটি নতুন শাখাও উন্মোচন করেছে। যা কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপির জন্য বিশেষ। তবে এখানে পেডিয়াট্রিক অনকোলজির উপরও জোর দেওয়া হবে। এই ফাউন্ডেশনে প্রতিটি জীবন গুরুত্বপূর্ণ সেই দর্শনকে সামনে রেখে নীতি অম্বানি বলেন, "এখানে পেডিয়াট্রিক বিভাগটিকে বিশ্বমানের করে তোলা হয়েছে। এই বিভাগে মায়ের উষ্ণতার মাধ্যমে আমাদের ছোটদের সুস্থ করার জন্য ডিজাইন করা হয়েছে"।
এই উদ্যোগগুলির মাধ্যমে, রিলায়েন্স ফাউন্ডেশন একটি বৃহত্তর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ভারতীয়ের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যে তৈরি করা এর উদ্দেশে। মেডিকেল সিটি প্রকল্পটি ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা, নির্ভুল চিকিৎসা এবং স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলনকে গ্রহণ করার বৃহত্তর প্রচেষ্টা নেওয়া হয়েছে।






















