Royal Enfield Price: আরও দামি রয়্যাল এনফিল্ডের বাইক, কোন মডেলের কত দাম জানেন ?
Royal Enfield Price Hike: Royal Enfield তার কিছু জনপ্রিয় মডেল যেমন Classic 350 Retro Roadster ও 650cc Twins-এর দাম বাড়ানোর ঘোষণা করেছে।
Royal Enfield Price Hike: Royal Enfield তার কিছু জনপ্রিয় মডেল যেমন Classic 350 Retro Roadster ও 650cc Twins-এর দাম বাড়ানোর ঘোষণা করেছে। ফলে আরও ব্যয়বহুল হয়ে উঠল কোম্পানির এই মডেলগুলি।
Royal Enfield Classic 350 : কত দাম বাড়ল এই বাইকের ?
গত বছর সেপ্টেম্বরে Classic 350 লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। তখন এর দাম ছিল 1.84 লক্ষ টাকা। পরবর্তীকালে বাইকের দাম বৃদ্ধি পেয়েছে। এর বেস মডেলের দাম বেড়ে দাঁড়িয়েছে 1.87 লাখ টাকা। এখন নতুন মূল্যবৃদ্ধির সঙ্গে এই এন্ট্রি-লেভেল রেডিচ সংস্করণটির দাম রাখা হয়েছে 1.90 লাখ টাকা। টপ-অফ-দ্য-লাইন সংস্করণটির দাম এখন 2.21 লাখ টাকা, যা আগের লঞ্চ প্রাইসের চেয়ে 6,000 টাকা বেশি।
Royal Enfield Interceptor 650: কত দাম বাড়ল এই বাইকের ?
Royal Enfield Continental GT 650 ও Interceptor 650 উভয় মডেল আগের থেকে আরও দামি হয়ে উঠেছে। বেস ভ্যারিয়েন্টের ক্ষেত্রে এই গাড়ির দাম বেড়েছে 3,000 টাকার মধ্যে। তবে হাই এন্ড ভ্যারিয়েন্টের দাম এখন 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন দামবৃদ্ধির কারণে Royal Enfield Interceptor-এর মূল্য এখন 2.88 লক্ষ থেকে 3.15 লক্ষ
টাকার মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি Continental GT 650-এর দাম হয়েছে 3.06 লক্ষ থেকে 3.32 লক্ষ টাকার মধ্যে৷
Royal Enfield Price: দাম বেড়েছে হিমালয়ান-মিটিয়রের ?
সম্ভবত ইনপুট খরচ ও সেমিকন্ডাক্টরের ঘাটতির কারণেই এই দাম বাড়াতে বাধ্য হয়েছে কোম্পানি। সম্প্রতি কোম্পানি Meteor 350 ও Himlayan বাইকের বৈশিষ্ট্যেও বেশকিছু পরিবর্তন করেছে। ট্রিপার ন্যাভিগেশন পড এখন শুধুমাত্র এই বাইকগুলিতে অপশনাল অ্যাকসেসরিজ হিসাবে পাওয়া যাবে। এখানে উল্লিখিত সব বাইকের প্রাইস দিল্লি এক্স-শোরুমের হিসাবে ধারা হয়েছে। এই বাইকগুলির অনরোড প্রাইস আরও বেশি হবে।