Royal Enfield Hunter: সবথেকে কম দামের বুলেট আনছে রয়্যাল এনফিল্ড, দাম কত হবে জানেন ?
Royal Enfield Upcoming Bikes: বাজারে নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। এবার তার সবথেকে কম দামি বুলেট হান্টার 350cc বাজারে আনবে কোম্পানি।
Royal Enfield Upcoming Bikes: বাজারে নতুন বাইক আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। এবার তার সবথেকে কম দামি বুলেট হান্টার 350cc বাজারে আনবে কোম্পানি। ইতিমধ্যেই বেশকিছু জায়গায় হান্টার 350 কে রাস্তায় পরীক্ষা করতে দেখা গেছে। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই দেশের বাজারে চলে আসবে এই বাইক।
Royal Enfield Hunter: কত দাম হবে নতুন এই বাইকের ?
শোনা যাচ্ছে, জুলাইয়ের প্রথমেই সারা দেশের রয়্যাল এনফিল্ডের শোরুমে পৌঁছে যাবে এই বাইক। এর দাম শুরু হবে 1.3 লক্ষ টাকা থেকে। যার সর্বোচ্চ এক্স শোরুম প্রাইস হতে পারে 1.4 লক্ষ টাকা। অটো সাইটগুলির প্রতিবেদন বলছে, রয়্যাল এনফিল্ড হান্টার 350-র দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে। এর বেস ভ্যারিয়েন্টটি সামনে ও পিছনের ড্রাম ব্রেক দেওয়া হবে।তবে এর সেরা ভ্যারিয়েন্টে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।
Royal Enfield Upcoming Bikes: কী নতুন ইঞ্জিন বাইকে ?
হান্টার 350 একটি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। মিটিওর 350 ও নতুন ক্লাসিক 350 যে প্লাটফর্মে তৈরি করা হয়েছিল, সেই প্লাটফর্মের ওপর ভিত্তি করেই আসছে রয়্যাল এনফিল্ডের হান্টার। এর ইঞ্জিন 20.2bhp শক্তি ও 27Nm টর্ক উৎপন্ন করতে পারবে। হান্টার 350 একটি 6-স্পিড গিয়ারবক্স সহ চালু করা হবে। এর একজস্ট নোট স্পোর্টি হবে। যে কারণে আরোহী এই বাইককে স্পোর্টস বাইকের অনুভূতি পাবেন। বলা হচ্ছে যে কোম্পানি এতে ট্রিপার ন্যাভিগেশন সুবিধাও দিতে পারে।
Royal Enfield Hunter: হান্টার 350cc এর বৈশিষ্ট্য
এই নেকেড বাইকে হেডল্যাম্প ও রেয়ার ভিউ আয়নাগুলি গোলাকার হবে। এতে জ্বালানি ট্যাঙ্ক, ছোট একজস্ট ও গোল আকৃতির টেলল্যাম্প ও টার্ন ইন্ডিকেটর পাওয়া যাবে। এটি ডুয়াল রেয়ার শক অ্যাবসর্বার ও সামনে টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন পাবে।
Royal Enfield Upcoming Bikes: হান্টার ৩৫০ সিঙ্গল সিটের
পাশাপাশি ওয়্যার স্পোক ও অ্যালয় হুইল অপশনে পাওয়া যাবে। পিছনের ব্রেকটিতে বেস ভ্যারিয়েন্টে 153 এমএম ড্রাম ও টপ-এন্ড ট্রিমে 270 এমএম ডিস্ক থাকবে। এবার এই বাইকে অনেক রং দেখা যাবে।
আরও পড়ুন : EV Microlino Car: টাটা ন্যানোর থেকেও ছোট, এই ইভি নজর কাড়ছে বিশ্ববাসীর