Dollar Price: তেলের দাম মহার্ঘ হতেই রেকর্ডহারে কমল টাকার মূল্য, চিন্তায় ভারত
Rupees-Dollar Price: গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ সময়ের মধ্যে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল।
নয়া দিল্লি: রাশিয়ার যুদ্ধের প্রভাব এবার পড়ল অর্থনীতিতেও। গোটা বিশ্বের পাশাপাশি ভারতীয় বাজারে এর প্রভাব পড়েছে। সোমবার সপ্তাহের প্রথম দিনেই রেকর্ড পরিমানে নেমে গেল টাকার দাম। খোলাবাজারে সোমবার টাকার দাম নামল অনেকটাই। গত বছর ডিসেম্বর মাসে টাকার দামে এ সময়ের মধ্যে সর্বোচ্চ পতন লক্ষ করা গিয়েছিল। সোমবার ডলার প্রতি টাকার দাম হয় ৭৬.৯২ টাকা। এক সময় বিনিময় মূল্য আরও কমে ৭৬.৯৬ টাকায় নেমে গিয়েছিল।
রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের কারণে সোমবার টাকার দাম এতটাই নেমে গিয়েছে যে এর আগে টাকার দাম এতটা কখনোই নামেনি। ভারত সহ গোটা বিশ্বের প্রায় সব দেশেই পতন দেখা দিয়েছে কারেন্সির। গত শুক্রবার যখন অর্থ বাজার বন্ধ হয় তখন টাকার মূল্য ছিল প্রতি ১ মার্কিন ডলার পিছু ৭৬.১৬ টাকা। সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে অনেকটা নেমে গিয়েছে টাকার দর।
মার্কিন ডলারের সঙ্গে প্রতিযোগিতায় কখনও এতটা পিছিয়ে পড়েনি টাকা। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তার প্রভাব বাজারে পড়েছে বলে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের মত। এও জানা গিয়েছে এখন রুশ মুদ্রা রুবল এবং চিনের মুদ্রা ইয়েনের বিনিময় বাড়ছে। যার প্রভাব পড়েছে টাকার মূল্যেও।
রিলায়েন্স সিকিউরিটিজের সিনিয়র রিসার্চ বিশ্লেষক শ্রীরাম আইয়ার বলেছেন, সোমবার সকালে অপরিশোধিত তেলের সঙ্গে ডলারের দাম বেড়ে যাওয়ায় ভারতীয় টাকা সোমবার সকালে অনেকটাই কমে গিয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়েই টালমাটাল পরিস্থিতি। যার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও।
সোমবার বাজার খুলতেই ভারতের বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি ফের নিম্নমুখী হল। রবিবারই আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের প্রতি ব্যারেলের দাম ১৩৯ ডলারে উঠে যায়। অবশ্য পরে তা ১৩০ ডলারে নেমে আসে। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও। ইউক্রেন যুদ্ধের জেরে ১৪ বছরের রেকর্ড ভেঙে অপরিশোধিত তেলের দাম ১৩০ ডলার। বাজার খুলতেই ১৪০০ পয়েন্টের বেশি পড়ল সেনসেক্স, ৪০০ পয়েন্টের বেশি পড়ল নিফটি।