SBI Rule: বদলে যাবে FD বা RD-র পদ্ধতি, নতুন প্রজন্মের আগ্রহ বাড়াতে কী বদল আনবে SBI ?
SBI Chairman: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেঠির মতে, ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে। তাছাড়া গ্রাহকদের আর্থিক সচেতনতাও বাড়ছে। তারা তাদের টাকা পয়সা এবং বিনিয়োগ নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করছেন।
SBI Chairman: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখনকার পরিবর্তিত চাহিদা অনুযায়ী ব্যাঙ্কের পণ্য এবং পদ্ধতি বদলের কথা বলেছেন এবং সেই অনুসারে বদলের পরিকল্পনা করছেন। স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান সি এস শেঠির (CS Setty) মতে তিনি রেকারিং ডিপোজিট এবং সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ SIP-কে এমনভাবে পরিবর্তন করতে চলেছেন যা মানুষের কাছে আকর্ষণীয় মনে হবে। এর পাশাপাশি ব্যাঙ্কের দেওয়া আর্থিক পণ্যগুলিও বদলে দেওয়া হবে ধীরে ধীরে। সিএস শেঠি (SBI Chairman) বিশ্বাস করেন যে গ্রাহকদের আর্থিক চাহিদার কথা মাথায় রেখেই ব্যাঙ্ককে তার পণ্য বানাতে হবে। আমানত বাড়ানোর জন্য তাদের কাছে উপযোগী হবে এমন বিনিয়োগের বিকল্পের দিকে নজর দিতে হবে। স্টেট ব্যাঙ্ক (SBI Rule) এর জন্য নিজেকে প্রস্তুত করছে, এমনটাই জানান সিএস শেঠি। সুদের হার না বাড়িয়ে গ্রাহক পরিষেবা কীভাবে বাড়ানো যায়, তাঁর দিকে নজর দেবে এসবিআই।
গ্রাহকরা এখন অ্যাসেট ও বিনিয়োগের ব্যাপারেও চিন্তা করছেন
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সি এস শেঠির মতে, ভারতের অর্থনীতি এগিয়ে চলেছে। তাছাড়া গ্রাহকদের আর্থিক সচেতনতাও বাড়ছে। তারা তাদের টাকা পয়সা এবং বিনিয়োগ নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা করছেন। তাদের প্রাধান্য বদলে যাচ্ছে ক্রমেই। মানুষ এখন আর এক ধরনের অ্যাসেটে বিনিয়োগ করতে চায় না। ব্যাঙ্কিং পণ্যগুলি সবসময় একটা মানুষের কাছে বিকল্প হওয়া উচিত। তাই এমন স্কিম নিয়ে আসতে চলেছে এসবিআই যাতে তরুণ প্রজন্ম আকৃষ্ট হতে পারে।
FD, RD এবং SIP-র প্রয়োজনীয়তা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেকারিং ডিপোজিটের মত ঐতিহ্যবাহী বিনিয়োগ প্রকল্পকে নতুন সময়ের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে উন্নত করে তুলতে চায়। এই ব্যাঙ্ক চাইছে কম্বো প্রোডাক্ট নিয়ে আসার ব্যাপারে যাতে এফডি এবং আরডির সুবিধা তো থাকবেই, তার পাশাপাশি এসআইপির ফিচার্সও থাকবে। এই পণ্যগুলি ডিজিটাল হবে এবং গ্রাহক যে কোনও সময় এগুলি পরীক্ষা করতে সক্ষম হবেন। সি এস শেঠি বলেন তরুণদের চিন্তাভাবনা বদলে যাচ্ছে। তাদের বিনিয়োগের পদ্ধতিও বদলে যাচ্ছে, তাই জেন জির কথা ভেবেই পণ্য তৈরি করতে হবে।
স্টেট ব্যাঙ্ক সুদের হার নিয়ে প্রতিযোগিতা করবে না
স্টেট ব্যাঙ্ক চাইছে যাতে তাদের ব্যাঙ্কে আমানত আরও বাড়ানো যায়। এই ব্যাঙ্কের শাখাগুলির একটি বড় নেটওয়ার্ক রয়েছে, সারা দেশের সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই ব্যাঙ্ক। গ্রাহকদের সঙ্গে যোগাযোগও করেছে স্টেট ব্যাঙ্ক, নতুন গ্রাহক সংযোগের কাজও চলছে। কিন্তু এর পরেও সুদের হার নিয়ে কোনও প্রতিযোগিতায় নামবে না স্টেট ব্যাঙ্ক। সুদের হারের ভারসাম্য বজায় রাখতে চায় স্টেট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের এফডির ৫০ শতাংশই এখন ডিজিটাল হয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় ৬০ হাজার সেভিংস অ্যাকাউন্ট খোলা হয় এই ব্যাঙ্কে। ব্যাঙ্কের পরবর্তী লক্ষ্য হল নিট মুনাফা ১ লক্ষ কোটিতে নিয়ে যাওয়া।
আরও পড়ুন: Work Culture: পাগলের মত কাজ করা বন্ধ করুন, অতিরিক্ত কাজের চাপ নিয়ে কর্মীদের কী বার্তা সুইগি সিইওর ?