এক্সপ্লোর
ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক, কমছে গাড়ি-বাড়ি ঋণের সুদও
ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরের দিন দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ঋণ ও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। গাড়ি ও গৃহঋণ যাঁরা নিয়েছেন, তাদের জন্য সুখবর যে, এবার তাঁদের ইএমআই-এর পরিমাণ করবে। অন্যদিকে, ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল ০.৩ থেকে ০.৫ শতাংশ।
![ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক, কমছে গাড়ি-বাড়ি ঋণের সুদও SBI cuts interest rates on fixed deposits -FDs ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক, কমছে গাড়ি-বাড়ি ঋণের সুদও](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/03/12075841/SBI_logo_CMYK_forprint_only.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ভারতের রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি ঘোষণার পরের দিন দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ঋণ ও ফিক্সড ডিপোজিটে সুদের হার কমাল। গাড়ি ও গৃহঋণ যাঁরা নিয়েছেন, তাদের জন্য সুখবর যে, এবার তাঁদের ইএমআই-এর পরিমাণ করবে। অন্যদিকে, ফিক্সড ডিপোজিটেও সুদের হার কমিয়েছে স্টেট ব্যাঙ্ক। ফিক্সড ডিপোজিটে সুদের হার কমল ০.৩ থেকে ০.৫ শতাংশ।
রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক সব মার্জিনাল কস্ট-বেসড লেন্ডিং রেট (এমসিএলআর)-এ সুদের হার পাঁচ বেসিস পয়েন্ট বা ০.০৫ শতাংশ হ্রাসের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
চলতি অর্থবর্ষে স্টেট ব্যাঙ্ক এই নিয়ে নবমবার সুদের হার কমাল। এক বছরের এমসিএলআর এখন ৭.৯০ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৮৫ শতাংশ।
আরবিআই তাদের ষষ্ঠ পাক্ষিক নীতি পর্যালোচনায় রেপো রেট অপরিবর্তিত রেখেছে। যদিও ঋণের যোগান বাড়ানোর জন্য কিছু পদক্ষেপের কথা ঘোষণা করেছে। এরফলে সুদের হার আরও কমতে পারে।
স্টেট ব্যাঙ্ক এক বিবৃতিতে জানিয়েছে, অতিরিক্ত লিকুইডিটির পরিপ্রেক্ষিতে এসবিআই রিটেল টার্ম ডিপোজিট (২ কোটি টাকার কম) ও বাল্ক টার্ম ডিপোজিট (২ কোটি টাকা ও তার বেশি)-এ সুদের হারের পুনর্বিন্যাস করা হয়েছে।
তবে আগামী ৭ থেকে ৪৫ দিনের মধ্যে যে ফিক্সড ডিপোজিটগুলির মেয়াদ ফুরোচ্ছে, সেগুলির ক্ষেত্রে সুদের হারের এই পরিবর্তন কার্যকর হচ্ছে না।
যে ফিক্সড ডিপোজিটগুলির মেয়াদ ৪৬ থেকে ১৭৯ দিন, সেগুলির ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমছে। এ ধরনের ডিপোজিটে সুদের হার হবে ৫ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিন ও ২১১ দিন থেকে এক বছরের কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার হবে ৫.৫০ শতাংশ। এর আগে এই ডিপোজিটগুলিতে সুদের হার ছিল ৫.৮০ শতাংশ।
এক বছর থেকে ১০ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার ১০ বিপিএস কমছে। এই ডিপোজিটগুলিতে সুদের হার ছিল ৬.১০ শতাংশ। এখন তা কমে হবে ৬ শতাংশ।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
লাইফস্টাইল-এর
বীরভূম
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)