(Source: ECI/ABP News/ABP Majha)
Cafe Coffee Day-র পরিচালকদের ২৬ কোটি টাকা জরিমানা, ৩৪০০ কোটি টাকা আদায়ের নির্দেশ
Cafe Coffee Day: কফি ইন্ডাস্ট্রিতে বড় খবর ! ক্যাফে কফি ডে-র পেরেন্ট কোম্পানির ওপর বিপুল অঙ্কের জরিমানা আরোপ
Cafe Coffee Day: কফি ইন্ডাস্ট্রিতে বড় খবর ! ক্যাফে কফি ডে-র পেরেন্ট কোম্পানির ওপর বিপুল অঙ্কের জরিমানা আরোপ করল সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)।
সম্প্রতি কফি ডে এন্টারপ্রাইজের ওপর ২৬ কোটি টাকার বড় জরিমানা আরোপ করেছে সেবি। ক্যাফে কফি ডে নামে একটি কফি চেইন চালায় সেই কোম্পানি। এই জরিমানাতেই খেমে থাকেনি সেবির নির্দেশ। সেই সঙ্গে ৩,৪০০ কোটি টাকা উদ্ধারের নির্দেশও দেওয়া হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI) ২৪ জানুয়ারি এই নির্দেশ জারি করেছে। কফি ডে-র অভিযোগ,অভিযুক্ত পেরেন্ট কোম্পানি তার সহযোগী সংস্থাগুলির অর্থ প্রোমোটারদের সঙ্গে যুক্ত একটি সংস্থায় ব্যবহার করেছে।
SEBI কোম্পানিকে ৪৫ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে ৬০ দিনের মধ্যে বকেয়া আদায়ের ব্যবস্থা নিতে বলা হয়েছে। তদন্তের পরেই এই নির্দেশগুলি দিয়েছে সেবি। সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)নির্দেশে বলেছে, তার ৭টি সহায়ক সংস্থা থেকে ৩৩,৫৩৫ কোটি টাকা মাইসোর অ্যামালগামেটেড কফি এস্টেট লিমিটেড (MACEL) কে পাঠিয়েছে। এই সংস্থাটি CDEL-এর সঙ্গে যুক্ত।
Cafe Coffey Day: যে সাতটি কোম্পানি থেকে অর্থ সরানো হয়েছে
কফি ডে এন্টারপ্রাইজের সাতটি সহায়ক সংস্থার মধ্যে রয়েছে, কফি ডে গ্লোবাল, ট্যাংলিং রিয়েলটি ডেভেলপমেন্ট, ট্যাংলিং ডেভেলপমেন্ট, গিরি বিদ্যুৎ ইন্ডিয়া লিমিটেড, কফি ডে হোল্ডারস অ্যান্ড রিসোর্ট, কফি ডে ট্রেডিং ও কফি ডে একন। SEBI জানিয়েছে, যে এই সাতটি কোম্পানির কাছ থেকে নেওয়া অর্থ সুদ সহ কফি ডে এন্টারপ্রাইজেস মাইসোর অ্যামালগামেটেড কফি এস্টেট লিমিটেড থেকে উদ্ধার করতে হবে। একই সময়ে, বকেয়া পুনরুদ্ধারের জন্য এনএসইর সঙ্গে পরামর্শ করার পরে সংস্থাটিকে একটি স্বাধীন আইন সংস্থা নিয়োগ করতে বলেছে।
SEBI ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা
SEBI তার 43-পৃষ্ঠার রিপোর্টে বলেছে, MACEL-এ সাতটি কোম্পানির পাঠানো অর্থ ভিজি সিদ্ধার্থ ও তার পরিবারের ব্যক্তিগত অ্যাকাউন্টে গেছে। ভিজি সিদ্ধার্থ আসলে কফি ডে এন্টারপ্রাইজের প্রয়াত চেয়ারম্যান, যিনি জুলাই ২০১৯- এ আত্মহত্যা করেছিলেন। আত্মহত্যার আগে তিনি চিঠিতে লিখেছিলেন বিপুল ঋণের বোঝা থেকে বাঁচতেই তাঁর এই সিদ্ধান্ত। পরবর্তীকালে কফি ডে-র উদ্যোগ নিয়ে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়।
Government Scheme: পড়ুয়াদের ল্যাপটপ দিচ্ছে কেন্দ্রীয় সরকার ! আপনার কাছেও এসেছে এই মেসেজ ?