Share Market Updates: শেয়ার বাজারে ইতিহাস, প্রথমবার ৬০ হাজার পেরোল সেনসেক্স
প্রথমবার ৬০ হাজার পেরোল সেনসেক্স। গতকালই ৬০ হাজারের দরজায় দাঁড়িয়েছিল শেয়ার সূচক।

মুম্বই: অভূতপর্ব লাফ সেনসেক্সের, শেয়ার বাজারে ইতিহাস। প্রথমবার ৬০ হাজার পেরোল সেনসেক্স। গতকালই ৬০ হাজারের দরজায় দাঁড়িয়েছিল শেয়ার সূচক। আজ বাজার খুলতেই ৩৩৮ পয়েন্টের উত্থান। সেইসঙ্গে ৬০,২০০ পয়েন্ট পেরিয়ে গিয়েছে সেনসেক্স। ১০৬ পয়েন্ট চড়েছে নিফটিও।
এই প্রথম বম্বে স্টক এক্সচেঞ্চের শেয়ার সূচক ৬০ হাজারের অঙ্ক স্পর্শ করল। এদিন ২৭৩ পয়েন্ট বেড়ে ৬০,১৫৮.৭৬ অঙ্কে বাজার খোলে। এর আগের দিন বাজার বন্ধ হওয়ার সময় সূচক ছিল ৫৯,৮৮৫-এ। বৃহস্পতিবারই বিএসই সেনসেক্স ৯৫৮ পয়েন্ট চড়েছিল। শুক্রবারও ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে সেনসেক্সের।
অন্যদিকে, আজই নজির গড়তে পারে ন্যাশনাল স্টক এক্সচেঞ্চের নিফটিও। ১৮ হাজারের অঙ্ক ছুঁতে আর মাত্র কয়েক পয়েন্ট বাকি রয়েছে নিফটির। বৃহস্পতিবার ২৭৬.৩০ পয়েন্ট অর্থাৎ ১.৫৭ শতাংশ উত্থান ঘটিয়ে রেকর্ড ১৭,৮২২.৯৫ পয়েন্টে পৌঁছে যায়।
মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ গতকাল ঋণের হারে কোনও পরিবর্তন করেনি। এ কারণেই ভারত সহ সারা বিশ্বেই শেয়ার বাজারে ছিল তেজি ভাব। যদিও আমেরিকায় সেভাবে শেয়ার সূচকে ঊর্ধ্বগতি দেখা যায়নি। মার্কিন শেয়ার বাজারে এক শতাংশের মতো বৃদ্ধিই দেখা গিয়েছিল।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ব্ল্যাকস্টোন সিইও স্টিফেন সওয়ার্জম্যান বলেছেন, ভারত সারা বিশ্বে লগ্নির ক্ষেত্রে ব্ল্যাকস্টোনের কাছে সবচেয়ে ভালো বাজার। ভারতে এখন সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এজন্য ভারতে লগ্নির ব্যাপারে সংস্থা আশাবাদী।
আইআইএফএল সিকিউরিটিজের সিইও সন্দীপ ভরদ্বাজ বলেছেন, ধাক্কা কাটিয়ে অর্থনীতির দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা ও আগামী বছরগুলি স্থায়ী আর্থিক বৃদ্ধির প্রত্যাশাতেই শেয়ার বাজারে এই চাঙ্গা ভাব রয়েছে। সেই সঙ্গে সারা বিশ্বের আর্থিক সম্ভাবনার দিক থেকে ভারত লগ্নিকারীদের কাছে আকর্ষণীয় গন্তব্য স্থান হয়ে রয়েছে।
Amazon Great Indian Sale আসছে শীঘ্রই, জেনে নিন কত শতাংশ ছাড়-কবে সেল শুরু কোম্পানির ?






















