Amazon Great Indian Sale আসছে শীঘ্রই, জেনে নিন কত শতাংশ ছাড়-কবে সেল শুরু কোম্পানির ?
ইতিমধ্যেই এই বিশাল সেলের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট।
নয়াদিল্লি: জল্পনার অবকাশ রাখেনি ফ্লিপকার্ট। Flipkart Big Billion Days-এর দিনক্ষণ ঘোষণা করেছে ই-কমার্স কোম্পানি। আগামী ৭-১২ অক্টোবর টানা চলবে এই মেগ সেল। এবার ফ্লিপকার্টকে টক্কর দিতে শীঘ্রই আসছে Amazon Great Indian Sale।
ইতিমধ্যেই এই বিশাল সেলের বিষয়ে নিশ্চিত করেছে কোম্পানি। শোনা যাচ্ছে, আগামী মাসেই শুরু হতে চলেই দুই যুযুধান ই-কমার্স সাইটের বাম্পার সেল। তবে এখনও সেলের নির্দিষ্ট তারিখের বিষয়ে কিছু বলেনি অ্যামাজন।যদিও অ্যামাজনের তরফে জানানো হয়েছে, Amazon Great Indian Sale-এ HDFC Bank-এর সঙ্গে জুটি বাঁধবে ই-কমার্স জায়ান্ট।
কোন কার্ডে কী সুবিধা ?
সেলের সময় HDFC Bank-এর ডেবিট অথবা ক্রেডিট কার্ডে জিনিস কিনলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন ক্রেতা। Bajaj Finserv কার্ডেও পাবেন সুবর্ণ সুযোগ।এক লক্ষ টাকা পর্যন্ত মাসিক কিস্তিতে জিনিস কিনলে ইএমআই-এ কোনও ধরনের আলাদা টাকা নেবে না বাজাজ। কোম্পানির ডেবিট অথবা ক্রেডিট কার্ড দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই নিয়ম।
পুরোনো জিনিস দিলে সর্বোচ্চ কত টাকা ছাড় ই-কমার্স সাইট অ্যামাজনের তরফে বলা হয়েছে, এক্সচেঞ্জ অফারে সর্বোচ্চ ২৫,০০০টাকা ছাড় দেবে কোম্পানি। প্রতি বছরই এই মেগা সেল দেয় অ্যামাজন। পুজোর মরশুমে এবারও তার ব্যতিক্রম হবে না।মনে করা হচ্ছে, ফ্লিপকার্টের সঙ্গে সেল শুরু হতে পারে অ্যামাজনের।সূত্রের খবর- Echo, Kindle ও Fire TV-তে বিশাল পরিমাণে ছাড় দিতে পারে Amazon। উৎসবের মরশুমে সেলে নতুন প্রোডাক্ট লঞ্চ হতে পারে অ্যামাজনে।সেই ক্ষেত্রে সবার আগে এই সুবিধা লাভ করতে পারবেন অ্যামাজন প্রাইম গ্রাহকরা। ন্যূনতম ৪০ শতাংশ ছাড় পাওয়া যাবে অ্যামাজনের এই সেলে। যেখানে প্রায় সব পণ্যের ওপরই থাকবে কিছু না কিছু ডিসকাউন্ট।
Flipkart Big Billion Days কবে থেকে শুরু সেল ?
আগামী ৭ অক্টোবর থেকে আসতে চলেছে ফ্লিপকার্টের বিল বিলিয়ন ডে সেল (Flipkart Big Billion Days)। টানা ৬দিন ১২ অক্টোবর পর্যন্ত চলবে এই অফারের মেলা। যেখানে স্মার্টফোন, ইলেকট্রনিক্স, পোশাক ছাড়াও থাকবে বিপুল কেনাকাটার সম্ভার। ইতিমধ্যেই সেলের বিজ্ঞাপন শুরু করেছে কোম্পানি। যেখানে বিল বিলিয়ন ডে-র পোস্টারে দেখা যাচ্ছে, অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, রণবীর কাপুর ও আলিয়া ভট্টকে।
Flipkart Big Billion Days-এ কত শতাংশ ছাড় ?
মোবাইল, ইলেকট্রনিক্স, হেলথকেয়ার ডিভাইস, ল্যাপটপ, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাঙ্কে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ের বিষয়ে 'টিজ' করেছে Flipkart। এ ছাড়াও টেলিভিশন ও অন্যান্য ইলেকট্রিক্যাল জিনিসেও ৮০ শতাংশ ছাড়ের প্রস্তুতি নিচ্ছে এই অনলাইন জায়ান্ট। জামা-কাপড়ের ক্ষেত্রে ৬০-৮০ শতাংশ ছাড় দিতে চলেছে কোম্পানি।
আরও পড়ুন : BSNL offers : ৫০০ টাকার নিচে ৩৬৫ দিনের ভ্যালিডিটি, দিনে ২জিবি-৩জিবি ডেটা প্ল্যান দিচ্ছে BSNL