Share market update: দালাল স্ট্রিটে খুশির হাওয়া, ১৭,৪৫০-র ওপরে নিফটি, কারা থাকল বাজারের বাজিগর ?
Stock Market Update: সাময়িক মন্দা কাটল। ক্রমাগত নিচে নামার পর টানা দু'দিন ওপরে উঠল শেয়ার বাজারের সূচক। আমেরিকার ওয়াল স্ট্রিটের(Wall Street) সবুজ সূচকের ছোঁয়া লাগল ভারতের স্টক মার্কেটে (Stock Market)।
Stock Market Update: সাময়িক মন্দা কাটল। ক্রমাগত নিচে নামার পর টানা দু'দিন ওপরে উঠল শেয়ার বাজারের সূচক। আমেরিকার ওয়াল স্ট্রিটের(Wall Street) সবুজ সূচকের ছোঁয়া লাগল ভারতের স্টক মার্কেটে (Stock Market)।
Share market update: এদিন সকাল থেকেই প্রি ট্রেডিং টাইমেই সবুজে চলে যায় বাজারের সূচক। পরে সেই ধারা বজায় রাখে বুলসরা। মাঝে মার্কেটে কিছুটা কারেকশন হলে ফের গতি ধরে বাজার। ফলে সেনসেক্স ৬৫৭ পয়েন্ট উঠে যায়। নিফটির সূচক বন্ধ হয় ১৭,৪৫০-এর ওপরে। বুধবার প্রথম থেকেই অটো, মেটাল, আইটি, ফিন্যান্সিয়াল স্টক বাজারকে ওপরে তুলে ধরে। মার্কেট বন্ধ হওয়া পর্যন্ত তাই সবুজ ছিল এই সূচকগুলি।
Stock Market Update: মঙ্গলবার সামান্য উঠলেও বাজারে অস্থিরতা বজায় ছিল। যদিও এদিন বাজার দেখে আশা জাগে লগ্নিকারীদের মনে। ইন্ট্রা-ডে , অপশনের পাশাপাশি সুইং ট্রেডিংয়েও টাকা ঢালে ইনভেস্টাররা।সেনসেক্স খোলে 413.19 পয়েন্ট ওপরে। পরে বাজার বন্ধ হওয়ার সময় 58,465.97-এ থামে বুলসরা। Nifty50 খোলে 17,370.10-এ। ইতিবাচকভাবে সেশন শুরুর পর 17,463.80-তে 1.14% ওপরে বন্ধ হয় এই সূচক।
Share market update: কারা ছিল এদিনের বাজি
মারুতি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ছিল এদিনের লাভকারী। তবে সবাই লাভবান হয়নি এদিন। শেয়ার পড়েছে আইটিসি ও সান ফার্মার মতো বড় কোম্পানিগুলির। নিফটি 50-তে কোল ইন্ডিয়া, আইওসি, হিন্দালকো ও মারুতি ছিল সেরা পারফরমার। যেখানে ওএনজিসি, আইটিসি ও এসবিআই লাইফ শীর্ষ লোকসানকারীদের মধ্যে নাম লেখায়।
Stock Market Update: তবে এদিন রকেট গতি দেখায় আদানি-উইলমার। একদিনে ২০ শতাংশ প্রাইস বাড়ে শেয়ারের। যার জেরে বাজার বন্ধ হওয়ার আগেই আপার সার্কিট লেগে গেল স্টকে।
Adani Wilmar Share Price: এদিন ট্রেডিং ডে-র শেষে শেয়ারের দাম ওঠে ৩২১.৯ টাকা। এর আগে আদানি উইলমারের ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO)-র আপার ব্যান্ডের ইস্যু প্রাইস ছিল ২৩০ টাকা। মঙ্গল ও বুধবার মিলিয়ে যা ৪০ শতাংশ বেড়ে গেল। তবে আইপিও ইস্যুর সময় কিছুটা নিরাশ হতে হয়েছিল কোম্পানিকে। IPO-তে ডিসকাউন্টে লিস্টিং হয়েছিল আদানি-উইলমারের। মঙ্গলবার ছাড়ের পরই ১৬.৬ শতাংশ ওপরে গিয়েছিল প্রাইস।
Stock Market Update: এদিন সেই ধারা বজায় রাখে কোম্পানি। শেয়ার বাজার সূচকের দিকে না তাকিয়ে প্রথম থেকেই ওপরে উঠতে শুরু করে স্টক। একটা সময় বাজার কিছুটা থিতিয়ে গেলে ১৫ শতাংশে এসে ওপরে ওঠার গতি কমায় বুলসরা। পরে ফের মার্কেট লাইন ছাপিয়ে ২০ শতাংশ ছুঁয়ে নেয় আদানি-উইলমার। যার ফলে বন্ধ হয়ে যায় এর ট্রেডিং। আপার সার্কিট লেগে যায় স্টকে।