SBI APP Services: সাময়িক বন্ধ SBI-এর অ্যাপ পরিষেবা, কী কারণ, পুনরায় চালু কখন, জেনে নিন
State Bank of India: প্রযুক্তির মানোন্নয়নেরে জেরে বিঘ্ন ঘটতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India/SBI) অনলাইন পরিষেবায়।
নয়াদিল্লি: প্রযুক্তির মানোন্নয়নেরে জেরে বিঘ্ন ঘটতে চলেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (State Bank of India/SBI) অনলাইন পরিষেবায়। বৃহস্পতিবার রাত ১১টা থেকে শুক্রবার দুপুর ২টো পর্যন্ত তাই ব্যাঙ্কের একাধিক অনলাইন পরিষেবা, বিশেষত মোবাইল অ্যাপ (SBI APP bases Services) নির্ভর পরিষেবা বন্ধ থাকবে। বিবৃতি জারি করে সে কথা জানিয়ে দেওয়া হল ব্যাঙ্কের তরফে।
SBI যা জানিয়েছে
— State Bank of India (@TheOfficialSBI) June 9, 2022
বৃহস্পতিবার রাতে ব্যাঙ্কের তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও তার একটি প্রতিলিপি পোস্ট করা হয়। তাতে বলা হয়, ‘৯ জুন রাত ১১টা থেকে ১০ জুন দুপুর ২টো পর্যন্ত আমরা প্রযুক্তির মানোন্নয়নের কাজ করব। ওই সময়ের মধ্যে INB, YONO, YONO Lite, YONO Business এবং UPI পরিষেবা বন্ধ থাকবে।’
রেপো রেট বৃদ্ধির পর SBI গ্রাহকদের উপর কী প্রভাব?
অতি সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটের হার বাড়িয়েছে। তার পর থেকেই সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ঋণবাবদ সুদের হার বাড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু এই আবহে SBI চেয়ারম্যান দীনেশকুমার ঝা নতুন ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, "ফিক্সড ডিপোজিট নিয়ে বলতে চাই, নতুন সুদের হার প্রযোজ্য হবে। ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে টাকা ম্যাচিওরিটির উপর সুদের হার বাড়িয়েছি আমরা।"
বর্তমানে ১২ থেকে ২৪ মাসের ফিক্সড ডিপোজিটের উপর ৫.১০ শতাংশ হারে সুদ পান SBI গ্রাহকরা। তিন থকে পাঁচ বছরের ক্ষেত্রে সুদের হার ৫.৪৫ শতাংশ। তবে গৃহঋণ-সহ অন্য ঋণের ক্ষেত্রে EMI বাবদ গ্রাহকদের মোটা টাকাই চোকাতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।