(Source: ECI/ABP News/ABP Majha)
SBI Basis Point: ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও, বাড়ি-গাড়ির ইএমআইতে বড় প্রভাব
State Bank of India Loan Rate: একমাসে দ্বিতীয়বার ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই।
কলকাতা: এইচডিএফসির পর ঋণে সুদের হার বাড়তে চলেছে এসবিআইতেও (SBI)। ১০ বেসিস পয়েন্ট ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। ঋণের হার বৃদ্ধির ফলে ইএমআই (EMI) বৃদ্ধির সম্ভাবনা। দশমিক ২ শতাংশ হারে বাড়ি-গাড়ির ঋণে সুদ বাড়ার আশঙ্কা। একমাসে দ্বিতীয়বার ঋণের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঋণের হার বৃদ্ধির ফলে বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পথে হাঁটতে পারে অন্যান্য ব্যাঙ্কগুলিও।
সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি কমিটি রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট (০.৪ শতাংশ) বাড়িয়ে ৪.৪ শতাংশ করে দিয়েছে। রেপো বাড়ার ফলে বাড়ি-গাড়ির জন্য নেওয়া ব্যাঙ্কঋণের সুদের হারও বাড়ার সম্ভাবনা তৈরি হয়। সেই সম্ভাবনা সত্যি করে দেশের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়ে দিল। এর ফলে বাড়ি, গাড়ি ছাড়াও অন্যান্য ঋণের উপরে সুদ বাড়বে। এর ফলে বাড়বে ইএমআই-ও। এক মাসের মধ্যে দু’বার এমসিএলআর বাড়াল স্টেট ব্যাঙ্ক। গত ১৫ এপ্রিল থেকেও ১০ বেসিস পয়েন্ট বা ০.১ শতাংশ বাড়িয়েছিল।
আরও পড়ুন, ফের FD-তে সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক, কত বেশি টাকা পাবেন গ্রাহকরা ?
এর ফলে এসবিআই থেকে বাড়ি বা গাড়ির ঋণ বা ব্যক্তিগত ঋণ নিয়ে থাকেন, তাহলে আগামী মাসগুলিতে ইএমআই বেড়ে যাবে। গুনতে হবে অনেক বেশি টাকা। গত দু'মাসে দু'বার এমসিএলআর বাড়িয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে সুদের হার বৃদ্ধির ফলে এক মাস এবং তিন মাস মেয়াদের এমসিএলআর (ঋণের ক্ষেত্রে ব্যাঙ্কের মতো কোনও আর্থিক প্রতিষ্ঠান যে সুদের হার নেয়) ৬.৭৫ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৮৫ শতাংশ।
সোমবার ব্যাঙ্কের তরফ থেকে বিবৃতি জারি করে এই বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এক মাসের মধ্যে দু বার সুদের হার এক শতাংশ করে মোট দু শতাংশ বৃদ্ধি পেল। আর্থিক বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্কের দেখাদেখি এবার অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কও সুদের হার বৃদ্ধি করবে। চলতি মাসেই তারা এই ব্যাপারে ঘোষণা করতে পারে