(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Closing: সোমে পাল্লা ভারী গেল বুলসদের, আশঙ্কা নিয়ে ঘুরে দাঁড়াল নিফটি সেনসেক্স, কাল কি পতন ?
Share Market: গত সপ্তাহের হতাশার ক্যালেন্ডারে দাগ কেটেছিল বেয়ারসরা। সোমবার সপ্তাহের শুরুতেই বেয়রসদের চাপে রেখে গতি দেখাল বুলস ব্রিগেড।
Share Market: গত সপ্তাহের হতাশার ক্যালেন্ডারে দাগ কেটেছিল বেয়ারসরা। সোমবার সপ্তাহের শুরুতেই বেয়রসদের চাপে রেখে গতি দেখাল বুলস ব্রিগেড। যার ফল হাতে নাতে পেল ভারতীয় শেয়ার বাজার। প্রি-ওপেনিংয়ে পতনের সঙ্গে শুরু হলেও ঘুরে দাঁড়াল নিফটি সেনসেক্স।
Stock Market Closing: কত পয়েন্টে বন্ধ হয়েছে নিফটি, সেনসেক্স ?
এদিন সেনসেক্স আবারও 59,000 পেরিয়েছে। আজকের ট্রেডিং শেষে, মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 300 পয়েন্ট বৃদ্ধির সাথে 59,141 পয়েন্টে বন্ধ হয়েছে। তাই জাতীয় স্টক এক্সচেঞ্জের নিফটি 91 পয়েন্টের লাফ দিয়ে 17,622 পয়েন্টে বন্ধ হয়েছে।
Share Market: বম্বে স্টক এক্সচেঞ্জের কী হাল ?
আজ বিএসইতে মোট 3737টি শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে 1675টি শেয়ার বেড়েছে ও 1933টি শেয়ার লালে দাগে বন্ধ হয়েছে। পাশাপাশি 129টি শেয়ারের দামে কোনও পরিবর্তন হয়নি। আজকের ট্রেডিং সেশনে 353টি শেয়ারের আপার সার্কিট ছিল। সঙ্গে 249টি শেয়ার লোয়ার সার্কিটে বন্ধ হয়েছে। এদিন শেয়ার বাজারের বাজার মূলধন 280.51 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে।
Stock Market Closing: কোন খাতের কী অবস্থা ?
সোমবারের ট্রেডিং সেশনে ব্যাঙ্কিং সেক্টর, অটো, আইটি, ফার্মা, এফএমসিজি, মিডিয়া ও তেল ও গ্যাস খাত বেড়েছে, যেখানে সার্ভিস, জ্বালানি, মেটাল খাতে পতন দেখা গিয়েছে। স্মল ক্যাপ ও মিড ক্যাপ সূচকগুলিও লাল দাগে বন্ধ হয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে শুধুমাত্র 34টি স্টক সবুজ রঙে বন্ধ হয়েছে, বাকি 16টি স্টক পড়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে, কেবল 20টি স্টক সবুজে বন্ধ হয়েছে, বাকি 10টি শেয়ার লালে বন্ধ হয়েছে৷
Share Market: কোন শেয়ারগুলি বেড়েছে ?
Mahindra 3.43 শতাংশ, Bajaj Finance 2.92 শতাংশ, HUL 2.08 শতাংশ, SBI 1.94 শতাংশ, Nestle 1.83 শতাংশ, Bajaj Finserv 1.71 শতাংশ, HDFC 1.61 শতাংশ, ITC 1.25 শতাংশ ট্রেডিং সেশনে আজ বৃদ্ধি পেয়েছে।
Stock Market Closing: এই স্টকগুলি পড়েছে
এদিন টাটা স্টিল 2.56 শতাংশ, এনটিপিসি 1.04 শতাংশ, আইসিআইসিআই ব্যাঙ্ক 0.77 শতাংশ, এশিয়ান পেইন্টস 0.59 শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.55 শতাংশ, পাওয়ার গ্রিড 0.40 শতাংশ, লারসন 0.40 শতাংশ পতনের সাথে বন্ধ হয়েছে।