Income Tax Rumor: এক গুজবেই কাল ধস নেমেছে বাজারে ? এবার মুখ খুললেন অর্থমন্ত্রী
Nirmala Sitharaman: এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। জানেন কেন এই ভারী পতনের শিকার হয়েছে বাজার (Share Market) ?
Nirmala Sitharaman: শুক্রবার ভারতের বাজারে (Stock Market) বিপুল ধসের কারণ এল প্রকাশ্যে। খোদ এক্স হ্যান্ডেলে এই নিয়ে পোস্ট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। জানেন কেন এই ভারী পতনের শিকার হয়েছে বাজার (Share Market) ?
কোন খবরের জেরে এই ধস
শুক্রবার একটি নিউজ চ্যানেলে আয়কর নিয়ম পরিবর্তনের খবরকে কেন্দ্র করেই ভারতীয় শেয়ার বাজারে ধস নামে। যদিও এই খবরকে গুজব বলে ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। শুক্রবার সেনসেক্সের বড় পতনের জন্য এই খবরকে অন্যতম কারণ হিসাবে দায়ী করেছেন অর্থমন্ত্রী।
এই গুজবকে কেন্দ্র করেই বড় ধস
সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে, লোকসভা নির্বাচনের পর দায়িত্ব নেওয়ার পরে নতুন সরকার কর ছাড়ের বিষয়টি বন্ধ করতে পারে। সেই ক্ষেত্রে জরিমানা ও সব সম্পদের ওপর অভিন্ন কর আরোপ করতে পারে সরকার। বর্তমানে সম্পদের ওপর বিভিন্ন কর আরোপের বিধান রয়েছে সরকারের। এই খবরের মারাত্মক প্রভাব পড়ে ভারতের স্টক মার্কেটে।
এই বিষয়ে কী বলেন অর্থমন্ত্রী
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি নিউজ চ্যানেলের প্রতিবেদন নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। যেখানে তিনি লিখেছেন, ''কোথা থেকে এই খবর আসছে তা ভেবে আমি অবাক হয়েছি। এগুলি প্রাকাশের আগে দেখা হয় না কেন? এটা নিছক গুজব ছাড়া আর কিছুই নয়।'' চ্যানেলটি টুইট করে দাবি করেছিল, আয়কর বিভাগ নতুন নিয়ম আনার প্রস্তুতিতে ব্যস্ত। বর্তমানে, শেয়ার এবং ইক্যুইটি ভিত্তিক মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেইনস (LTCG) 1 লক্ষ টাকার বেশি হলে 10 শতাংশ হারে কর দিতে হয়। অন্যদিকে, এফডি থেকে আয় সম্পূর্ণভাবে করের অধীন।
কেন এই খবরে ভয় পেয়েছে বাজার
আয়কর নিয়ম অনুসারে, ডেট মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের 36 মাসের মধ্যে হোল্ডিং পিরিয়ডের জন্য স্বল্পমেয়াদি মূলধনী লাভ দিতে হবে (Short Term Capital Gains। অন্যদিকে, ডেট ফান্ডের ওপর LTCG সূচক সুবিধা সহ 20 শতাংশ দিতে হবে। এই নিয়মগুলিতে কোনও পরিবর্তন করা হলে ইক্যুইটি বিনিয়োগকারীদের উপর এটি খুব খারাপ প্রভাব পড়বে। নতুন নিয়ম ডেট ফান্ডে বিনিয়োগকারীদের জন্য ভাল বলে প্রমাণিত হবে।
রিপোর্টের জেরে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের এই রিপোর্টের কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। যার জেরে সেনসেক্স 1100 পয়েন্টে নেমে যায়। বিকেল এটি 733 পয়েন্ট কমে বন্ধ হয়। নিফটিও 172.35 পয়েন্ট কমেছে। এছাড়া আজকাল ত্রৈমাসিক ফল, কোম্পানির মূল্যায়ন এবং নির্বাচন সংক্রান্ত খবরও বাজার ও বিনিয়োগকারীদের ওপর প্রভাব ফেলছে। আগামী দুই দিন বন্ধ থাকার পর সোমবার শেয়ারবাজার খুলবে।
Health Insurance: বাড়তে চলেছে প্রিমিয়ামের খরচ, স্বাস্থ্যবিমা নিতে গেলে পকেটে টান গ্রাহকদের ?