Stock Market: এক ধাক্কায় ১৫ শতাংশ কমল এই শেয়ারের দাম, বেচে দেবেন না হোল্ড করবেন ?
IGL MGL Share Crash : বাজার বন্ধের সময় ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের শেয়ার ১০.২৫ শতাংশ পড়ে ৪৫২.৭০ টাকায় বন্ধ হয়। অন্যদিকে মহানগর গ্যাস লিমিটেডের শেয়ারের দাম ৯.৭৮ শতাংশ কমে ১৫৮৮.৪০ টাকায় বন্ধ হয়।
IGL MGL Share Price: শুক্রবারের ট্রেডিং সেশনে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড এবং মহানগর গ্যাস লিমিটেড পতনে বন্ধ হয়েছে। এক ধাক্কায় ১৫ শতাংশ (IGL MGL Share Price) পড়ে গিয়েছে এই দুই শেয়ারের দাম। বিরাট পতন (Share Market) একদিনেই। বাজার বন্ধের সময় ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেডের শেয়ার ১০.২৫ শতাংশ পড়ে ৪৫২.৭০ টাকায় বন্ধ হয়। অন্যদিকে মহানগর গ্যাস লিমিটেডের শেয়ারের দাম ৯.৭৮ শতাংশ কমে ১৫৮৮.৪০ টাকায় বন্ধ হয়।
IGL ও CGL-এর শেয়ারে কেন পতন
কেন্দ্র সরকার জানিয়েছে যে সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলি প্রাধান্যের ভিত্তিতে গ্যাস অ্যালোকেশন কমিয়ে দেবে। কেন্দ্র সরকারের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস মন্ত্রকের গাইডলাইনের ভিত্তিতে সিটি গ্যাস ডিস্ট্রিভিউশনের ক্ষেত্রে প্রায়োরিটি (Share Market) সেগমেন্টে ডোমেস্টিক ন্যাচারাল গ্যাস এপিএমে দেওয়া যায়। এর মধ্যে সিএনজি ও ডোমেস্টিক পিএনজি গ্যাসও অন্তর্ভুক্ত রয়েছে। এই নীতি অনুযায়ী গ্যাস ইন্ডিয়ার এই সেগমেন্টে গ্যাসের প্রাপ্যতা অনুসারেই কেবলমাত্র সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন সংস্থাগুলিকে গ্যাস দেওয়া হবে।
২১ শতাংশ কমেছে গ্যাস অ্যালোকেশন
স্টক এক্সচেঞ্জকে দেওয়া একটি রেগুলেটরি ফাইলিংয়ে মহানগর গ্যাস লিমিটেড জানিয়েছে ১৬ অক্টোবর ২০২৪ থেকে সিএনজি ট্রান্সপোর্টের ক্ষেত্রে গ্যাসের অ্যালোকেশন ২০ শতাংশ কমানো হয়েছে আগের এপিএম অ্যালোকেশনের (Share Price Crash) থেকে। সংস্থা জানিয়েছে যে এর মাধ্যমে সংস্থার অনেক বড় ক্ষতি হল। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ে জানিয়েছে, গেইল ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে পাওয়া নির্দেশে ডোমেস্টিক গ্যাস অ্যালোকেশনের নোডাল এজেন্সির পক্ষ থেকে ১৬ অক্টোবর থেকে গ্যাসের অ্যালোকেশন কমে গিয়েছে ২১ শতাংশ হারে। ইন্দ্রপ্রস্থ গ্যাসও জানিয়েছে যে এর ফলে সংস্থার মুনাফায় প্রভাব পড়বে।
আরও পড়ুন: Multibagger Stock: ২০ মাসেই ২২০ শতাংশ বাড়ল দাম ! মাল্টিব্যাগার রিটার্ন এই স্মলক্যাপ স্টকে