Stock Market: ফিউচার্স-অপশনই নয়, ৭০ শতাংশ বিনিয়োগকারী বাজারে টাকা হারান এভাবেও
Intraday Trading: এর আগে সেবি একটি প্রতিবেদনে জানিয়েছিল, ফিউচার্স এবং অপশনের দুনিয়াতেও একই অবস্থা অনেকটাই। খুচরো বিনিয়োগকারীদের ৯০ শতাংশই বাজারে ডেরিভেটিভ সেগমেন্টে কাজ করেন।
SEBI Report: স্টক মার্কেটে ক্রমেই বাড়ছে বিনিয়োগকারীর সংখ্যা। আর বিনিয়োগের ক্ষেত্রে বহু মানুষই এখন স্টক মার্কেটের দিকে ঝুঁকে পড়ছেন এবং এখানে নিজের সম্পদ বাড়ানোর অন্যতম রাস্তা খুঁজে পাচ্ছেন। তবে বাজারে যেমন বিনিয়োগকারীর (Stock Market) সংখ্যা হু হু করে বেড়েছে তেমনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে বেশিরভাগ বাজারে টাকা হারাচ্ছেন। ক্যাশ সেগমেন্টে টাকা না বিনিয়োগ করে তারা ডেরিভেটিভ বাজারের দিকে বেশি (SEBI Report) ঝুঁকে পড়ছেন আর তাই বেশি রিটার্নের (Intraday Trading) আশায় টাকা খোয়াচ্ছেন ৭০ শতাংশ মানুষ, এমনই একটি প্রতিবেদনে জানিয়েছে বাজার নিয়ন্ত্রক সেবি।
ইন্ট্রাডে-তেই বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের
সম্প্রতি বাজার নিয়ন্ত্রক সেবির একটি প্রতিবেদনে দেখা গিয়েছে, ১০ জন বিনিয়োগকারীর মধ্যে ৭ জনই ২০২২-২৩ অর্থবর্ষে যারা ইন্ট্রাডে করেছিলেন, তাদের অনেক টাকার ক্ষতি হয়েছে। ক্যাশ সেগমেন্টে ৭০ শতাংশ বিনিয়োগকারী এখন ইন্ট্রাডে করছেন এবং তাঁর জন্য ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
৪ গুণ বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যা
সেবির এই প্রতিবেদনে দেখা যাচ্ছে বাজারে ক্রমেই বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে চলেছে। আর তাদের মধ্যে বেশিরভাগই ইন্ট্রাডে ট্রেডিং করছেন। রিপোর্ট অনুসারে, ইকুইটি ক্যাশ সেগমেন্টে ইন্ট্রাডে ট্রেডিংয়ের মাত্রা ৩০০ শতাংশ বেড়ে গিয়েছে। অর্থাৎ তা আগের থেকে ৪ গুণ বেড়েছে। ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ৪ গুণ বেড়েছে বিনিয়োগকারীর সংখ্যা। তিনজনের মধ্যে একজন বিনিয়োগকারীই এখন ইন্ট্রাডে করেন।
ফিউচার্স অপশনসে খুবই বিপজ্জকনক চিত্র
এর আগে সেবি একটি প্রতিবেদনে জানিয়েছিল, ফিউচার্স এবং অপশনের দুনিয়াতেও একই অবস্থা অনেকটাই। খুচরো বিনিয়োগকারীদের ৯০ শতাংশই বাজারে ডেরিভেটিভ সেগমেন্টে কাজ করেন। আর সেই জন্যে ক্ষতির সম্মুখীনও হন। সেবি এর আগেও বহুবার বাজারে ফিউচার্স অপশনস থেকে খুচরো বিনিয়োগকারীদের দূরে থাকার কথা বলেছেন।
সবথেকে বেশি ক্ষতির মুখোমুখি তরুণ কিশোররা
বর্তমান সময়ের কথা বলতে গেলে ফিউচার্স অপশনসের মত তরুণ সমাজের বেশিরভাগ অংশই ইন্ট্রাডেতে অর্থ উপার্জনের চেষ্টা করছেন। এই প্রতিবেদন অনুসারে, ৭৬ শতাংশ বিনিয়োগকারী যাদের ইন্ট্রাডে-তে ক্ষতি হয়েছে, তাদের মধ্যে বেশিরভাগের বয়স ৩০ বছরের নিচে। ২০১৮-১৯ অর্থবর্ষের তুলনায় ২০২২-২৩ অর্থবর্ষে ৩০ বছরের কম বয়সী বিনিয়োগকারীর সংখ্যা ১৮ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৪৮ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Gold Price: বাজেটের পরই পড়ছে সোনার দাম, এখন কিনলে সস্তা পাবেন, না আরও অপেক্ষা করবেন ?