Stock Market Update: দেড় শতাংশ ওপরে সূচক, ঘুরে দাঁড়াচ্ছে ভারতের বাজার
Share Market Update: টানা পতনের পর সোমবার থেকেই ঘুরে দাঁড়াচ্ছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকাল এগারোটার মধ্যে দেড় শতাংশের বেশি উঠেছে নিফটি, সেনসেক্স।
Share Market Update: টানা পতনের পর সোমবার থেকেই ঘুরে দাঁড়াচ্ছে ভারতের শেয়ার বাজার। মঙ্গলবার সকাল এগারোটার মধ্যে দেড় শতাংশের বেশি উঠেছে নিফটি, সেনসেক্স। এশীয় বাজারের প্রভাব দেখা গিয়েছে ভারতের বাজারে।
Stock Market Update: কোন সূচকের কী অবস্থা ?
এদিন বাজার খুলতেই গতি দেখায় বুলসরা। ক্রমশই ২ শতাংশের বেশি ওপরে উঠে যায় নিফটি আইটির সূচক। বেশ কয়েকদিন ধরে নিচে থাকার পর ব্যাঙ্ক নিফটিতেও গতি দেখা যায়। যার ফলে HDFC, ICICI-এর মতো বড় স্টকগুলি সবুজে যাত্রা শুরু করে। আইটির ক্ষেত্রে ইনফোসিস, পারসিসট্যান্ট এমনকী লালে থাকা টিসিএসও এক শাতংসের ওপরে ট্রেড করতে শুরু করে।
Share Market Update: আজ যে শেয়ারগুলিতে পতন
এদিন সকালে সিপ্লা 0.9 শতাংশ, সান ফার্মা 0.40 শতাংশ কমেছে। টাটা কনসোর্টিয়ামে 0.37 শতাংশ ও ইনফোসিসে 0.37 শতাংশ দুর্বলতা দেখালেও পরে উঠে গিয়েছে। টেক মাহিন্দ্রাও 0.37 শতাংশ পতনের সাথে ব্যবসা শুরু করে।
Stock Market Update: খোলার আগে বাজার
আজ প্রি-ওপেনিংয়ে, বাজার ভাল বৃদ্ধি দেখেছে। সেনসেক্স 311.35 পয়েন্ট বা 0.59 শতাংশ বৃদ্ধি পেয়ে 53,285-এ ট্রেড করেছে। অন্যদিকে, NSE-র নিফটি 70.30 পয়েন্ট বা 0.44 শতাংশ বেড়ে 15,912.60-এ লেনদেন করছে। পরে যা ১৬,১০০ পয়েন্টে পেরিয়ে যায়। ক্রমশ গতি বাড়িয়েছে নিফটির বুলসরা। যদিও এদিন দেশের বৃহত্তম আইপিও LIC-র শেয়ার মার্কেটে তালিকাভুক্তির দিনেই লাভ পেলেন না আইপিও হোল্ডাররা।
LIC Share Update: কেন হতাশ বিনিয়োগকারীরা ?
দেশের বৃহত্তম আইপিও এলআইসি-র শেয়ারবাজারে তালিকাভুক্তি নিয়ে এদিন কৌতূহলের শেষ ছিল না। গত 4 মে থেকে 9 মে পর্যন্ত খোলা ছিল এই আইপিও। এদিন নির্ধারিত সময়ে এলআইসির শেয়ারগুলি তালিকাভুক্ত হয়েছে৷ যদিও দেখা যায় LIC-র ইস্যু মূল্য 949 টাকার পরিবর্তে আরও দুর্বল হয়ে পড়ে স্টক। অনেকটাই ছাড়ের সঙ্গে তালিকাভুক্ত হয় এই কোম্পানি। তাই এলআইসি শেয়ারের তালিকা যারা মুনাফার আশা করেছিলেন তাদের হতাশ হতে হয়।