(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Record: ৮৩ হাজার পেরিয়ে ঐতিহাসিক উচ্চতায় সেনসেক্স, বিনিয়োগকারীদের সম্পদ বাড়ল ৬.৫ লক্ষ কোটি
Sensex New High: ভারতের শেয়ার বাজারে ঐতিহাসিক গতির কারণে বিনিয়োগকারীদের সম্পদ এক লাফে বেড়ে গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলির বাজার মূলধন ৪৬০.৭৬ লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে ৪৬৭.২২ লক্ষ কোটি টাকা।
Stock Market Closing: আজ ১২ সেপ্টেম্বর ভারতের শেয়ার বাজার নয়া ইতিহাস তৈরি করেছে। বিনিয়োগকারীদের বিপুল কেনাকাটার দরুন বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক (Stock Market Record High) এই প্রথমবার ৮৩ হাজারের স্তরে প্রবেশ করল। এক লাফে ১৬০০ পয়েন্ট বেড়ে সেনসেক্স (Sensex Today) নতুন উচ্চতা তৈরি করল। নিফটি ৫০-ও ৫০০ পয়েন্ট লাফ দিয়ে ছুঁয়ে ফেলেছে ২৫,৪৩৩ পয়েন্ট। বৈশ্বিক স্টক মার্কেটে বিপুল গতির কারণে তার প্রভাব পড়েছে দেশীয় শেয়ার বাজারে।
এর পাশাপাশি ব্যাঙ্কিং, অটো, এনার্জি, আইটি স্টকেও বিপুল তেজিভাব এসেছে আজকের বাজারে। বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ১৪৪০ পয়েন্ট লাফ দিয়ে ৮২,৯৬২-এর স্তরে উঠে আসে। অন্যদিকে নিফটি ৫০ সূচক ৪৭০ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ২৫,৩৮৯ সূচকে।
৬.৫ লক্ষ কোটি বাড়ল বিনিয়োগকারীদের সম্পদ
ভারতের শেয়ার বাজারে ঐতিহাসিক গতির কারণে বিনিয়োগকারীদের সম্পদও এক লাফে অনেকটাই বেড়ে গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলির বাজার মূলধন ৪৬০.৭৬ লক্ষ কোটি থেকে বেড়ে হয়েছে ৪৬৭.২২ লক্ষ কোটি টাকা। আজকের সেশনে বিনিয়োগকারীদের সম্পদ ৬.৪৬ লক্ষ কোটি টাকা বেড়ে গিয়েছে।
কোন কোন স্টকের দাম বেড়েছে
আজকের বাজারে বম্বে স্টক এক্সচেঞ্জে ৪০৬৯টি শেয়ার ট্রেড হয়েছে যার মধ্যে ২৩৩৫টি স্টকের দাম বেড়েছে এবং বাকি ১৬১২টি স্টকে এসেছে পতন। ১২২টি স্টকের দামে কোনও বদল আসেনি। সেনসেক্সের ৩০টি স্টকের মধ্যে আজ ২৯টি স্টকেই সবুজ সঙ্কেত এসেছে। নিফটি ৫০-এর স্টকগুলির মধ্যে দাম বেড়েছে আজ সমস্ত স্টকের। এর মধ্যে হিন্দালকো, ভারতী এয়ারটেল, এনটিপিসি, শ্রীরাম ফাইন্যান্স, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, ঈশার মোটরস, ওএনজিসি, উইপ্রো, আদানি পোর্ট ইত্যাদি শেয়ারের দাম বেড়েছে যথাক্রমে ৪.৪০ শতাংশ, ৪.৩৭ শতাংশ, ৩.৯০ শতাংশ, ৩.৬৮ শতাংশ, ৩.২৬ শতাংশ, ৩.১৪ শতাংশ, ৩.০৭ শতাংশ, ৩.০৫ শতাংশ এবং ২.৯৫ শতাংশ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন: Bajaj Housing Finance: বিনিয়োগকারীদের নজরে এখন এই IPO, ৪ লক্ষ কোটির সাবস্ক্রিপশন পেল সংস্থা